Redmi Turbo 3: সস্তায় দুর্ধর্ষ ফিচার্স, বাজার কাঁপিয়ে হাজির রেডমির নয়া ফ্ল্যাগশিপ কিলার

রেডমি গতকাল একটি লঞ্চ ইভেন্টে তাদের Turbo সিরিজের প্রথম ফোন, Redmi Turbo 3 লঞ্চ করেছে। এটি মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ কিলার হিসাবে আত্মপ্রকাশ করেছে। Redmi Turbo 3 একঝাঁক আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে। এতে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের অনবদ্য Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, Snapdragon 8s Gen 3 প্রসেসর, বিশাল 1 টেরাবাইট স্টোরেজ এবং 90W ফাস্ট চার্জিং-এর মতো বৈশিষ্ট্য। চলুন Redmi Turbo 3-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi Turbo 3: স্পেসিফিকেশন এবং ফিচার্স

রেডমি টার্বো 3 মাত্র 7.8 মিলিমিটার স্লিম এবং ওজন 179 গ্রাম। রেডমি জানিয়েছে যে, ফোনটি এসজিএস (SGS) ফাইভ-স্টার ড্রপ প্রোটেকশন সার্টিফাইড। রেডমি টার্বো 3-এর সামনে আল্ট্রা-থিন বেজেল দ্বারা বেষ্টিত বড় 6.67 ইঞ্চির ওলেড স্ক্রিন রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,400 নিট পিক ব্রাইটনেস অফার করে৷ এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, রেডমি টার্বো 3-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। স্মার্টফোনটিতে গুগল পিক্সেলের ম্যাজিক ইরেজারের মতো এআই (AI)-ভিত্তিক অবজেক্ট ইরেজার ফিচার রয়েছে, যা ছবি থেকে যে কোনো অবাঞ্ছিত উপাদান সরিয়ে ফেলতে পারে।

পারফরম্যান্সের জন্য, Redmi Turbo 3-এ Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা Snapdragon 8 Gen 3-এর টোন-ডাউন ভার্সন। এটির সাথে সর্বাধিক 16 জিবি র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ক্ষেত্রে হিট ডিসিপেশনের জন্য Redmi Turbo 3-এ বৃহৎ ভিসি এরিয়া এবং শাওমির আইস কুলিং সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Redmi Turbo 3 অ্যান্ড্রয়েড 14 ওএস-ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করে। এটি এয়ার জেসচারও অফার করে, যা ইউজারদের স্ক্রিনে স্পর্শ না করে দূর থেকে তাদের ডিভাইসগুলিকে সুবিধামত নিয়ন্ত্রণ করতে দেয়। সেলফি তোলার সময় বা হাত ভেজা থাকলে এটি খুবই কার্যকরী। এছাড়াও, এতে লাইভ সাবটাইটেল, এআই সামারাইজেশন সহ একাধিক এআই ফিচার্স রয়েছে।

Redmi Turbo 3: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Redmi Turbo 3-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 23,000 টাকা)৷ এছাড়া, উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং টপ-এন্ড 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,500 টাকা), 2,499 ইউয়ান (প্রায় 29,350 টাকা) এবং 2,799 ইউয়ান (প্রায় 32,900 টাকা)।

রেডমি টার্বো 3 আইস টাইটানিয়াম, সবুজ ব্লেড এবং ব্ল্যাক ক্রিস্টাল কালার অপশনে উপলব্ধ। চীনে সেল আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে। তবে এই নতুন রেডমি ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে আসবে, সেসম্পর্কে এখনও কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।