এবার মিড রেঞ্জে পাওয়া যাবে ফোল্ডিং ফোন, TCL Flex V, TCL Book 14 Go, MiniLED TV আত্মপ্রকাশ করল

কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) ২০২২ এর মঞ্চে আত্মপ্রকাশ করল TCL -এর একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট। স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত ফোল্ডেবল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্টগ্লাস এবং এক্সআর গ্লাসের মতো বিভিন্ন অভিনব প্রোডাক্টের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এখানে বলে রাখি, সিইএস ২০২২ ইভেন্টটি ভার্চুয়ালি এবং ফিজিক্যালি অনুষ্ঠিত হচ্ছে। কিছু টেক কোম্পানি যেমন অ্যামাজন, ফেসবুক, ওয়ানপ্লাস সহ আরো কয়েকটি সংস্থা এর ফিজিক্যাল ইভেন্টে অংশগ্রহণ করলেও, অন্যান্য টেক সংস্থাগুলি ভার্চুয়ালি তাদের নতুন প্রোডাক্টগুলি সামনে আনছে। নয়া প্রোডাক্ট সম্পর্কে TCL Electronics এর চেয়ারপারসন জুয়ান ডু (Juan Du) জানিয়েছেন, কনজিউমার ইলেকট্রনিক্স শো-এর অংশ হতে পেরে আমরা গর্বিত। এই বছর আমরা একটি নতুন থিম লঞ্চ করতে চলেছি, যার নাম #TCLInspireGreatness। এর মাধ্যমে আমরা দেখাবো, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে মানুষের দৈনন্দিন লাইফ-স্টাইল আরো উন্নত ও সহজতর হয়ে উঠবে। আসুন TCL এর নতুন ল্যাপটপ, ফোল্ডেবল ফোন ও স্মার্ট টিভি সম্পর্কে জেনে নেওয়া যাক।

TCL Book 14 Go ল্যাপটপ

সিইএস ২০২২ ইভেন্টের মাধ্যমে সংস্থাটি তাদের নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত ল্যাপটপ প্রকাশ্যে এনেছে, যার নাম টিসিএল বুক ১৪গো। এটি ১৪.১ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজিলিউশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল এবং স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এর প্রসেসর প্রসঙ্গে বলতে গেলে, এটি স্ন্যাপড্রাগন ৭সি চিপসেট (৮এনএম) দ্বারা চালিত। সাথে আছে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি এসএসডি। ১.৩ কেজি ওজন হওয়ায় ল্যাপটপটি হালকা বলা চলে। নয়া এই ল্যাপটপটি মূলত স্কুলের ছাত্র ছাত্রীদের লক্ষ্য করে তৈরী করা হয়েছে। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী এপ্রিল মাস থেকে এটি বাজারে উপলব্ধ হবে এবং এর দাম ধার্য হয়েছে ৩৫০ ডলার (প্রায় ২৬,০০০টাকা)।

TCL Flex V ফোল্ডাবল স্মার্টফোন

এদিন সংস্থাটি তাদের নয়া ফোল্ডেবল ফোন, TCL Flex V ওপর থেকেও পর্দা সরিয়েছে। যদিও এখনো পর্যন্ত ফোনটি গবেষণা স্তরে রয়েছে এবং এটি নিয়ে কাজ চলছে। তবে সংস্থাটি দাবি করেছে, অন্যান্য কোম্পানির ফোল্ডেবল ফোনের মত এটি অতটাও ব্যয়সাপেক্ষ হবে না। বরং মিড রেঞ্জে আসছে নয়া টিসিএল ফ্লেক্স ভি স্মার্টফোন। এর দাম থাকবে ৬০০ থেকে ৭০০ ডলারের (প্রায় ৪৪,০০০ থেকে ৫২,০০০ টাকা) মধ্যে। তাই বাজার চলতি অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের থেকে এটি যথেষ্ট সস্তা বলে মনে করা হচ্ছে। এখানে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফোল্ডেবল স্মার্টফোনটির দাম ১০০০ ডলার (প্রায় ৭৪,০০০টাকা)।

এই নয়া ফোল্ডেবল ফোনটি স্নাপড্রাগন ৬৬৫জি প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৫৪৫ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য নয়া স্মার্টফোনটিতে থাকবে ৪৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া ফোনটির সামনে ডুয়েল ক্যামেরা সেটআপে দেখা যাবে, যেখানে ৪০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে।

TCL 85-inch8K MiniLED TV

ল্যাপটপ এবং ফোল্ডেবল ফোন ছাড়াও সিইএস ২০২২ এর মঞ্চে সংস্থাটি একটি স্মার্ট টিভিরও প্রদর্শন করেছে, যার নাম TCL 85-inch8K MiniLED TV। এটি মাত্র ৩.৯ এমএম পুরু।