মাত্র ৭৯৯ টাকায় লঞ্চ হল pTron Tangent Urban নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন

দেশীয় অডিও অ্যাক্সেসরিজ ব্র্যান্ড pTron এবার বাজারে নিয়ে আসলো তাদের নতুন pTron Tangent Urban নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। নতুন এই ইয়ারফোনটি বিশেষভাবে গেমিং এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেছে সংস্থাটি। তাই এতে রয়েছে অ্যাপ্টসেন্স টেকনোলজি। শুধু তাই নয়, এতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করবে। চলুন pTron Tangent Urban ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

pTron Tangent Urban ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রোন ট্যানজেন্ট আরবান ইয়ারফোনটি ৭৯৯ টাকা প্রারম্ভিক অফারে পাওয়া যাচ্ছে। ফ্যাব ব্লাক, ওশান গ্রীন এবং ম্যাজিক ব্লু এই তিনটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ইয়ারফোন।

pTron Tangent Urban ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন ট্যানজেন্ট আরবান ওয়্যারলেস নেকবান্ড স্টাইলের ইয়ারফোনের প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে, উন্নততর গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এটি অ্যাপ্টসেন্স টেকনোলজি ( AptSense Technology ) সহ এসেছে। তাছাড়া দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন। উপরন্তু এতে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার এবং ইকুলাইজারের সাথে ট্রুসোনিক বেস বুস্ট টেকনোলজি সাপোর্ট করবে।

অন্যদিকে, স্পোর্টস এবং অ্যাক্টিভ লাইফস্টাইল উপভোগের জন্য স্লিক এবং ম্যাগনেটিক লুকের ট্যানজেন্ট আরবান ইয়ারফোনে ইন টিপস ডিজাইন দেওয়া হয়েছে। উপরন্তু এটি ইউএসবি সি টাইপ চার্জারের মাধ্যমে কুইক চার্জিং সাপোর্ট করবে। তাই মাত্র ১০ মিনিট চার্জে এটি ৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে একটি বাটন, যার মাধ্যমে মিউজিক, কল এবং একটিভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ন্ত্রণ করা যাবে। পরিশেষে জানাই, নতুন pTron Tangent Urban ইয়ারফোনে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি অপশন অর্থাৎ একই সাথে এটিকে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা সম্ভব। তাই অনলাইন কনফারেন্স, মিটিং, ক্লাস এবং অফিসের কাজের জন্য ইয়ারফোনটি উপযুক্ত ।