মিলবে ৬ দিনের ব্যাটারি ব্যাকআপ ও ব্লুটুথ কলিং, ২,৭৯৯ টাকায় লঞ্চ হল TAGG Verve Connect স্মার্টওয়াচ

ইন্ডিয়ান লাইফস্টাইল ইলেকট্রনিক্স ব্র্যান্ড TAGG (ট্যাগ) এবার বাজারে তাদের নতুন উইয়ারেবল ডিভাইস লঞ্চ করল। এক্ষেত্রে TAGG Verve Connect (ট্যাগ ভার্ভ কানেক্ট) নামে একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে। আর বাজেট রেঞ্জে আসা এই স্মার্টওয়াচে ১.৭ ইঞ্চি স্ক্রিন, ব্লুটুথ কলিংয়ের মত অনেকগুলি ফিচার দেওয়া হয়েছে। এতে রয়েছে একাধিক হেল্থ ট্র্যাকিং ফিচারের সুবিধা এবং ২৪টি স্পোর্টস মোডও। আসুন এখন TAGG Verve Connect-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

TAGG Verve TAGG Verve Connect-এর দাম, উপলব্ধতা

ট্যাগ-এর নতুন স্মার্টওয়াচ ভার্ভ কানেক্ট আজ অর্থাৎ ২রা এপ্রিল থেকে ই-কমার্স সাইট Flipkart (ফ্লিপকার্ট)-এর মাধ্যমে বিক্রি হবে। কোম্পানি সীমিত সময়ের জন্য এই স্মার্টওয়াচটির দাম ধার্য করেছে ২,৭৯৯ টাকা। এটি রোজ গোল্ড, সিলভার এবং ব্ল্যাক কালার অপশনে মিলবে।

TAGG Verve Connect-এর স্পেসিফিকেশন

ট্যাগ ভার্ভ কানেক্ট স্মার্টওয়াচে রয়েছে ২৮০ পিপিআই রেজোলিউশনযুক্ত ১.৭ ইঞ্চি ডিসপ্লে। এতে সাশ্রয়ী মূল্যে ব্লুটুথ কলিং ফিচার দেওয়া হয়েছে। তাছাড়া এটিতে প্রায় ১০০টি কন্ট্যাক্ট সেভ করা যেতে পারে। ইউজাররা কলিংয়ের সময় সহজেই ঘড়ি থেকে ফোনে সোয়াইপ করতে পারবেন। অন্যদিকে এই স্মার্টওয়াচে আরটিএল৮৭৬২সি (RTL8762C) প্রসেসর এবং ১২৮ এমবি ফ্ল্যাশ মেমরি মিলবে। সাথে থাকবে ২.৫ মিমি এএসি (AAC) ড্রাইভার। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ঘড়িটি ২ ঘন্টার চার্জে ৫ থেকে ৬ দিন ব্যবহার করা যাবে। 

বলে রাখি, এতে হার্ট রেট মনিটর এবং SpO2 সেন্সরও রয়েছে। মহিলা হেল্থ ট্র্যাকিংয়ের জন্য রয়েছে বিশেষ ফিচার। কোম্পানি এতে ২৪টি স্পোর্টস মোড দিয়েছে। এছাড়া জল প্রতিরোধের জন্য এটি IP68 রেটিং অফার করবে। যেখানে কানেক্টিভিটির জন্য এতে বিদ্যমান হবে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি।