Wordle 272 today Answer: আজ ১৮ মার্চের ওয়ার্ডেল এর সঠিক উত্তরটি দেখে নিন

বছরকয়েক আগে মুক্তিপ্রাপ্ত সুপারহিট বাংলা সিনেমা অটোগ্রাফের রূপম ইসলামের এই গানটির কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে – ‘‘আর আমি আমি, জানি জানি/ প্রতি রাতে হয়রানি/ হারানো শব্দের খোঁজ…’’। সেইসময় এই গানটি তো ব্যাপক জনপ্রিয় হয়েইছিল, তবে হালফিলে গানটির কথাগুলিও বিশ্বব্যাপী হিট হয়ে গেছে! কারণ এখন একপ্রকার ভালোবেসেই মানুষ সকালে উঠেই হারানো শব্দ খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। আসলে আমরা বলছি চলতি সময়ের বিপুল জনপ্রিয় গেম Wordle (ওয়ার্ডেল)-এর কথা, যেটি খেলতে গিয়ে সারাদিন ধরে শব্দের খোঁজ করছেন বিশ্বের কোটি কোটি মানুষ। শব্দজব্দের এই খেলায় কেউ হচ্ছেন জব্দ, আবার কেউ সাফল্য পেয়ে সোশ্যাল মিডিয়ায় সগর্বে তা ঘোষণা করছেন। বর্তমানে বিশ্বের অনেকেরই সকালের চায়ের কাপের সঙ্গী হয়ে গিয়েছে এই গেম।

যত দিন যাচ্ছে, বিশ্বব্যাপী গেমটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। Facebook-Twitter-Instagram -এ রীতিমতো ঝড় তুলেছে এই ভাইরাল হওয়া গেম। করোনা পরিস্থিতিতে ঘরবন্দি থাকাকালীন সময় কাটাতে নিজের সঙ্গিনী পলক শাহের জন্য এই গেমটি তৈরি করেছিলেন নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার জোশ ওয়ার্ডেল। প্রথম কয়েকমাস জোশ ও পলক খেলার পরে তাঁরা বাড়ির অন্যান্য সদস্য ও আত্মীয়দের সঙ্গে তা শেয়ার করেন। তাদেরও গেমটি বেশ মনঃপূত হওয়ায় একটি ওয়েবসাইট তৈরি করে বিশ্বের সবার জন্য গেমটিকে উন্মুক্ত করে দেন জোশ, আর বাকিটা তো ইতিহাস! তবে ওয়ার্ডেল-এর নির্মাতা জোশ ওয়ার্ডেল হলেও পরবর্তীতে আমেরিকার নামজাদা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর কাছে চলে গিয়েছে গেমটির মালিকানা।

যারা জানেন না তাদেরকে বলে রাখি, এই গেমে ‘ওয়ার্ড অফ দ্য ডে’ অনুমান করতে হয় ৬ টি সুযোগে। পাঁচ অক্ষরের ইংরেজি শব্দটি যত কম সুযোগে অনুমান করা যায়, তার উপরই নির্ভর করে হার-জিত। প্রতিদিন মাত্র একবারই এই গেমটি খেলা যায়, এবং প্রতিদিনের ওয়ার্ড অফ দ্য ডে ওয়ার্ডেল কর্তৃপক্ষ ঠিক করে। প্লেয়ারদের পাঁচটি অক্ষরকে আন্দাজ করে সঠিক বক্সে বসাতে হবে। যদি খেলোয়াড়ের অনুমান করা শব্দের কোনো অক্ষর আর ওয়ার্ডেল-এর দেওয়া শব্দের অক্ষর একই জায়গায় থাকে, তাহলে পাঁচটি ঘরের মধ্যে সেই নিদিষ্ট ঘরটি সবুজ হয়ে যাবে। আবার অক্ষর মিললেও যদি সঠিক ঘর না মেলে, তবে সেক্ষেত্রে রংটি হলুদ হয়ে যাবে। আর অক্ষরটিও যদি সেদিনের সঠিক উত্তরের সাথে না মেলে, তাহলে তখন বক্সে দেখা যাবে কালো রং। এইভাবে পাঁচটি ঘরেই সবুজ বাতি জ্বালানোর লক্ষ্যে চলবে খেলা, তবে সুযোগ কিন্তু মাত্র ৬ বার!

গেমটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে কে কত বারে সঠিক শব্দ অনুমান করতে পারছেন, সেই স্কোরকার্ডও অনেকেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইংরেজি শব্দভাণ্ডার কতটা সমৃদ্ধ তা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি মস্তিষ্কে শান দিতে এই গেমটি খুবই কার্যকর। প্রতিদিনই এই গেমের ইউজারবেস বেড়েই চলেছে। কি, আপনিও গেমটি খেলবেন ভাবছেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, নির্দ্বিধায় খেলতে পারেন। তবে এখনও কিন্তু কিন্তু করছেন এই ভেবে যে যদি সঠিক শব্দ চিনতে না পারি? না না, হেরে যাবার ভয় পাবেন না। কারণ, আপনাকে জিততে সাহায্য করতে এগিয়ে এসেছি আমরা। আমাদের সাইট টেকগাপে আপনি পেয়ে যাবেন Wordle-এর প্রতিদিনের সঠিক উত্তর। আজকে ১৮ মার্চ, ২০২২ Wordle 272-এর সঠিক উত্তরটি হল SAUTE। আগামীকাল, অর্থাৎ Wordle 273-এর সঠিক উত্তর জানতে চোখ রাখুন টেকগাপে।