Moto G73 5G Sale: প্রথম সেলেই ২০০০ টাকা সস্তা, ৬ মাস পর্যন্ত মাসিক কিস্তিতে কোনো সুদ দিতে হবে না

মোটো জি৭৩ ৫জি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। তবে সেল অফার হিসেবে এটি আজ ২,০০০ টাকা ডিসকাউন্টে, অর্থাৎ ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে

গত ১০ মার্চ ভারতে লঞ্চ হয়েছিল Moto G73 5G। আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর বারোটায় কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Flipkart থেকে এটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ২,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। ফিচারের কথা বললে, Motorola -র 5G ফোনে পাওয়া যাবে FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ চিপসেট। আবার Moto G73 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Moto G73 5G এর দাম ও সেল অফার

মোটো জি৭৩ ৫জি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। তবে সেল অফার হিসেবে এটি আজ ২,০০০ টাকা ডিসকাউন্টে, অর্থাৎ ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এরজন্য HDFC, ICICI, SBI, এবং AXIS ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

আবার মোটো জি৭৩ ৫জি এর সাথে ২ হাজার টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ অফার মিলবে। এছাড়া ক্রেতারা ৩ ও ৬ মাসের নো কস্ট ইএমআই অপশনের সাথে ফোনটি কিনতে পারবেন। এটি দুটি কালারে উপলব্ধ – মিডনাইট ব্লু এবং লুসেন্ট হোয়াইট।

Moto G73 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto G73 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং PDAF ও এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

পারফরম্যান্সের জন্য Moto G73 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিন দ্বারা চালিত। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (পাওয়ার বাটনে এম্বেডেড) এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলার এই হ্যান্ডসেটে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট এবং ব্লুটুথ ৫.৩ অন্তর্ভুক্ত। এতে ১৩টি ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। অডিওর জন্য এতে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম পাওয়া যাবে। আবার Moto G73 5G জল-প্রতিরোধী IP52 রেটিং প্রাপ্ত।