পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে ভিভোর নতুন ফোন

ভিভো এক্স২০০ সিরিজ নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে। এই লাইনআপে এক্স২০০ এবং এক্স২০০ প্রো নামে দু’টি মডেল আসতে পারে। এটি মার্কেটের প্রথম স্মার্টফোন…

Vivo X200 Mini Key Specs Leaked Could Be A Compact Flagship Smartphone

ভিভো এক্স২০০ সিরিজ নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে। এই লাইনআপে এক্স২০০ এবং এক্স২০০ প্রো নামে দু’টি মডেল আসতে পারে। এটি মার্কেটের প্রথম স্মার্টফোন হবে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর সহ আসবে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই সিরিজের একটি ছোট ভ্যারিয়েন্ট অর্ন্তভুক্ত হতে পারে। যার নাম হবে ভিভো এক্স২০০ মিনি।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো এক্স২০০ সিরিজের এই কম্প্যাক্ট মডেলে ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। জানিয়ে রাখি, এই লাইনআপের অন্য দুই মডেলে ৬.৫ থেকে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা ১.৫কে থেকে ২কে জোলিউশন অফার করবে বলে আশা করা হচ্ছে।

ভিভো এক্স২০০ মিনি’র ক্যামেরা সেটআপে একটি ৭০ মিমি ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। আবার এক্স২০০ ও এক্স২০০ প্রো’র মতো কাস্টম ইমেজিং চিপ দেওয়া হবে এতে। সমগ্র ভিভো এক্স২০০ সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে চলেছে। মিনি ভ্যারিয়েন্টে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে বলেও মত টিপস্টারের।

উল্লেখ্য, এটি একটি আনঅফিশিয়াল রিপোর্ট ও ভিভো আনুষ্ঠানিকভাবে এক্স২০০ স্মার্টফোনের অস্তিত্ব নিশ্চিত করেনি। ফলে সংস্থার তরফে ঘোষণা বা লঞ্চ না হওয়া পর্যন্ত ভিভো এক্স২০০ মিনি সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন এলে সেটি গ্রাহকদের কাছে সমাদর লাভ করবে বলে আশা করা যায়।