Vivo Y7x: 120Hz ডিসপ্লে ও Helio G96 প্রসেসর-সহ ভারতে নয়া ফোন আনছে ভিভো, দাম নিয়ে ইঙ্গিত

নতুন বছরের শুরুতেই ভিভো ভারতের বাজারে তাদের ‘Y’ সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চ করেছ। সদ্য উন্মোচিত এই স্মার্টফোনগুলি হল – Vivo Y21T, Vivo Y33T, Vivo Y21e, Vivo Y21A এবং Vivo Y75 5G। তবে চীনা স্মার্টফোন সংস্থাটি এখানেই থেমে নেই। এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভিভো ভারতীয় ক্রেতাদের জন্য Vivo Y7x নামে আরও একটি Y সিরিজের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই বাজেট রেঞ্জের ফোনটি ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমদিকেই ভারতের বাজারে পা রাখতে পারে। আসুন তাহলে জেনে নেওয়া যাক আসন্ন এই স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশনগুলি।

ভিভো ওয়াই৭এক্স সম্ভাব্য স্পেসিফিকেশনস (Vivo Y7x Expected Specifications)

প্যাশনেটগিকজ (PassionateGeekz)-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন ভিভো ওয়াই৭এক্স ফোনে ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। তবে এই ডিভাইসে এলসিডি (LCD) না AMOLED প্যানেল দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তার জন্য, এতে থাকবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

পারফরম্যান্সের জন্য, Vivo Y7x ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট ব্যবহার করা হতে পারে এবং হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচওএস (FunTouchOS) কাস্টম স্কিনে রান করতে পারে। Vivo Y7x মডেলটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ ভারতের বাজারে পা রাখতে পারে। তবে এখনও এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

ভিভো ওয়াই৭এক্স সম্ভাব্য দাম (Vivo Y7x Expected Price)

ভিভো ওয়াই৭এক্স বাজেট রেঞ্জে এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা যাচ্ছে। ফোনটির দাম হবে ১৮,০০০ টাকার মধ্যে।

প্রসঙ্গত, ভিভো ভারতে তাদের T সিরিজের একটি নতুন ফোন শীঘ্রই লঞ্চ করতে চলেছে। আগামী ৯ ফেব্রুয়ারি Vivo T1 5G ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ডিভাইসটির টিজার ভিডিয়ো ইঙ্গিত করছে, এটি গত মাসে লঞ্চ হওয়া Vivo Y75 5G-এর মতো দেখতে হবে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কিত বেশি তথ্য প্রকাশ্যে আসেনি৷ ভারতের বাজারে হ্যান্ডসেটটির দাম ২০,০০০ টাকার মধ্যেই রাখা হবে।