Moto G04: 7000 টাকার মধ্যে সেরা ফোন আনল মোটোরোলা, আছে 16GB অব্দি র‍্যাম

মোটোরোলা (Motorola) তাদের G-সিরিজের অধীনে নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে, Moto G04 ভারতের বাজারে লঞ্চ করেছে। Moto G34 5G এবং Moto G24 Power-এর পর Moto G04 হল তৃতীয় মোটোরোলা ফোন, যা এই বছর বাজারে এসেছে৷ এই নয়া সাশ্রয়ী মূল্যের ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৯০ হার্টজ ডিসপ্লে, পর্যাপ্ত পরিমাণ র‍্যাম এবং স্টোরেজ, বড় ব্যাটারি এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। আসুন নবাগত Moto G04-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Moto G04-এর মূল্য এবং লভ্যতা

মোটো জি০৪ ভারতে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এই মডেলগুলির দাম যথাক্রমে ৬,৯৯৯ টাকা এবং ৭,৯৯৯ টাকা। ফোনটি কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, সাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জের মতো চারটি শেডে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে পাওয়া যাবে।

Moto G04-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো জি০৪-এ ৬.৫ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬১২ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ চিপসেট দ্বারা চালিত, যা ৪ জিবি / ৮ জিবি র‍্যাম, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Moto G04-এর রিয়ার প্যানেলে একটি ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যার সাথে এলইডি ফ্ল্যাশ বর্তমান। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G04-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Moto G04 অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিনে চলে। যদিও ডিভাইসটি কোনও অ্যান্ড্রয়েড আপগ্রেড পাবে না, তবে এটি দুই বছরের সিকিউরিটি প্যাচ আপডেট বলে নিশ্চিত করা হয়েছে। এই মোটো ফোনে ডুয়েল সিম স্লট, ৪জি ভিওএলটিই, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ সিঙ্গেল স্পিকার, ৩.৫ মিলিমিটারের অডিও রয়েছে৷