BSNL-এর ধারে কাছে নেই Jio, Airtel, Vi, ৪০০ টাকার কমে আনলিমিটেড কল ও ডেটা সহ ৮০ দিনের ভ্যালিডিটি

রোজকার ব্যবহৃত জিনিসপত্র থেকে ইলেক্ট্রনিক্স গ্যাজেট সবকিছুর দামই এখন অগ্নিমূল্য। এমনকি বাদ যায়নি মোবাইল প্রিপেইড প্ল্যানগুলিও। সাম্প্রতিক ট্যারিফ হাইক বা মূল্যবৃদ্ধির পর যেসকল গ্রাহকেরা স্বল্প দামে দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাদের এখন বাজেট নিয়ে বেজায় বেকায়দায় পড়তে হচ্ছে। কারণ, বেসরকারি টেলিকম সংস্থাগুলির অধিক বৈধতা এবং আনলিমিটেড প্রিপেইড প্ল্যান এখন তুলনায় ব্যয়বহুল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সরকার মালিকানাধীন টেলকো ‘ভারত সঞ্চার নিগম লিমিটেড’ বা বিএসএনএল (BSNL) নানান বৈধতা যুক্ত সাশ্রয়ী দামের প্রচুর প্রিপেইড প্ল্যান অফার করে থাকে৷ যদিও সংস্থাটি এখনও দেশজুড়ে 4G পরিষেবা চালু করে উঠতে পারিনি। তাই আপনি যদি সস্তায় কোনো দীর্ঘ মেয়াদী (ত্রৈমাসিক) প্ল্যান খোঁজ করেন এবং ইন্টারনেট স্পিড আপনার কাছে গুরুত্বহীন হয়, তাহলে BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি সেরা বিকল্প হতে পারে। এই প্রতিবেদনে আমরা ৪০০ টাকার কমে BSNL নাকি Jio, Airtel বা Vodafone Idea সেরা সুবিধা দেয়, তার তুলনামূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব।

BSNL ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান : বিএসএনএল -এর ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি ৮০ দিনের বৈধতা সহ এসেছে। এই প্ল্যানের অধীনে, প্রত্যহ ১ জিবি ফ্রি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস পেয়ে যাবেন গ্রাহকেরা। তবে রোজকার ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড কমে ৮০Kbps হয়ে যাবে। অতিরিক্ত বেনিফিট হিসাবে, বিনামূল্যে বিএসএনএল টিউন এবং লোকধুন কনটেন্ট অ্যাক্সেস করা যাবে।

৩৯৯ টাকার নিচে উপলব্ধ Jio, Airtel এবং Vi প্রিপেইড প্ল্যান

Vodafone Idea ৩৯৯ টাকার প্ল্যান : ভোডাফোন আইডিয়া বা ভিআই -এর ৩৯৯ টাকা দামের এই প্ল্যানে, দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলে সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৪২ দিন। এই প্ল্যানের সাথে বেশ কয়েকটি ‘এক্সট্রা’ বেনিফিটের লাভও ওঠানো যাবে। যেমন, বিঞ্জ অল নাইট এবং উইকেন্ড ডেটা রোলওভারের সাথে অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া, ২ জিবি অতিরিক্ত ডেটা অ্যাক্সেস সহ ভিআই মুভিস এবং টিভি-র সাবস্ক্রিপশন দেওয়া হবে।

Airtel ৩৫৯ টাকার প্ল্যান : এয়ারটেলের এই প্ল্যানের মেয়াদ তুলনায় কম অর্থাৎ ২৮ দিন। এই প্ল্যানের অধীনে, রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস ব্যবহার করা যাবে। আবার, অতিরিক্ত বেনিফিটের তালিকায় সামিল থাকছে, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি অ্যাক্সেস, বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।

Jio ২৯৯ টাকার প্ল্যান : ২৯৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের বৈধতা এয়ারটেলের অনুরূপ অর্থাৎ ২৮ দিনের। এই প্ল্যানের অধীনে, মোট ৫৬ জিবি ডেটা অর্থাৎ প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়া, যাবতীয় জিও অ্যাপের অ্যাক্সেসও বিনামূল্যে হস্তগত করে নিতে পারবেন আপনারা।

৮৪ দিনের বৈধতা যুক্ত Jio, Airtel এবং Vi প্রিপেইড প্ল্যানের তালিকা

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া আপাতত ৮৪ দিনের বৈধতা যুক্ত তিনটি স্বতন্ত্র রিচার্জ প্ল্যান অফার করে। রিলায়েন্স জিও -র এই প্ল্যানগুলির মূল্য ৩৯৫ টাকা, ৬৬৬ টাকা এবং ৭১৯ টাকা। প্রতিটি প্ল্যানেই দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া, তিনটি প্ল্যানে যথাক্রমে মোট ৬ জিবি ডেটা, প্রত্যহ ১.৫ জিবি এবং প্রত্যহ ২ জিবি ডেটা প্রদান করা হবে।

৮৪ দিন ভ্যালিডিটি সহ আসা এয়ারটেলের প্ল্যানগুলি হল, ৪৫৫ টাকা, ৭১৯ টাকা এবং ৮৩৯ টাকা। এক্ষেত্রে, ৪৫৫ টাকার প্ল্যানে মোট ৬ জিবি ডেটা অফার করা হবে। আর, ৭১৯ টাকা এবং ৮৩৯ টাকার প্ল্যানে যথাক্রমে দৈনিক ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিটি রিচার্জ প্যাকের অধীনে আপনারা আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহার করতে পারবেন।

ভোডাফোন আইডিয়ার, ৪৫৯ টাকা, ৭১০ টাকা এবং ৮৩৯ টাকা মূল্যের প্ল্যানগুলি ৮৪ দিন বৈধ থাকবে। এয়ারটেলের মতো ভিআই -এর উক্ত তিনটি প্ল্যানে যথাক্রমে, মোট ৬ জিবি ডেটা, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। প্রত্যেকটি প্ল্যানের অধীনে প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল করা যাবে।