Xiaomi Watch S1 স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং সাপোর্ট ও AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল, দাম জানুন

Xiaomi Watch S1 স্মার্টওয়াচ অবশেষে আজ লঞ্চ হল। Xiaomi 12 সিরিজ, Xiaomi Buds 3 ইয়ারবাড ও MIUI 13 কাস্টম ওএস এর সাথে এই নতুন স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরিয়েছে সংস্থাটি। এটি ক্লাসিক ডিজাইন স্টাইলের সাথে এসেছে। Xiaomi Watch S1-এ পাওয়া যাবে অ্যামোলেড টাচ স্ক্রিন, ১১৭টি স্পোর্টস মোড, ও ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট। এটি ফুল চার্জে ১২ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে।

শাওমি ওয়াচ এস১ দাম (Xiaomi Watch S1 Price)

শাওমি ওয়াচ এস১ এর দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান, যা প্রায় ১২,৯০০ টাকার সমান। আবার লেদার স্ট্র্যাপ নিতে অতিরিক্ত ১০০ ইউয়ান (প্রায় ১,১৭০ টাকা) ব্যয় করতে হবে। স্মার্টওয়াচটি অবসডিয়ান ব্ল্যাক ও স্ট্রিমার সিলভার কালারে এসেছে। আজ থেকে চীনে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং সেল শুরু হবে ৩১ ডিসেম্বর। অন্যান্য মার্কেটে শাওমি ওয়াচ এস১ কবে লঞ্চ হবে জানা যায়নি।

শাওমি ওয়াচ এস১ স্পেসিফিকেশন (Xiaomi Watch S1 Specifications)

Xiaomi Watch S1 স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি ৩২৬ পিপিআই। আবার এই ডিসপ্লের উপরে আছে স্যাফায়ার গ্লাসের লেয়ার। ক্রেতারা লেদার বা রাবার স্ট্র‌্যাপের মধ্যে এটি বেছে নিতে পারবেন।

কোম্পানি তরফে দাবি করা হয়েছে যে, এই স্মার্টওয়াচের অ্যামোলেড ডিসপ্লে দিনের বেলায়ও ক্রিস্টাল ক্লিয়ার ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে। যার ফলে ব্যবহারকারীরা সহজেই মেসেজ, ইনকামিং কল, নোটিফিকেশন, বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। নতুন এই ওয়াচ ১১৭টি ফিটনেস মোড ও ৫এটিএম (5ATM) ওয়াটার রেজিস্ট্যান্স সহ এসেছে।

আবার Xiaomi Watch S1-এ মোট ১১৭টি স্পোর্টস মোড, স্লিপ ট্র্যাকিং, হাট রেট, ব্লাড অক্সিজেন মনিটরিং ফিচার রয়েছে। এতে এনএফসি সাপোর্ট করবে, যার ফলে কন্টাক্টলেস পেমেন্ট করা যাবে। এছাড়া এটি ব্লুটুথ কল, থার্ড পার্টি অ্যাপ, বাইডু ম্যাপ প্রভৃতি সাপোর্ট সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, কোম্পানির তরফে জানানো হয়েছে, তাদের এই নতুন স্মার্টওয়াচ একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।‌ এতে রয়েছে ৪৭০ এমএএইচ ব্যাটারি ও ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট। এই ব‌্যাটারি ২৪ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে।