Zepp Electric আনছে IoT এনাবেল্ড অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার, ফুল চার্জে দৌড়বে ১২০ কিমি

জ্বালানির বল্গাহীন মূল্যবৃদ্ধিতে অত্যন্ত সমস্যায় পড়েছেন পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীরা। আমাদের চেনা শব্দে এরা “ডেলিভারি বয়”৷ যৎসামান্য অর্থ উপার্জন। কিন্তু, এখন গোদের উপর বিষফোঁড়ার…

জ্বালানির বল্গাহীন মূল্যবৃদ্ধিতে অত্যন্ত সমস্যায় পড়েছেন পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীরা। আমাদের চেনা শব্দে এরা “ডেলিভারি বয়”৷ যৎসামান্য অর্থ উপার্জন। কিন্তু, এখন গোদের উপর বিষফোঁড়ার মতো পেট্রোল-ডিজেলের দাম। তবে যারা পণ্য পৌঁছানোর যারা ইলেকট্রিক যানবাহন ব্যবহার করেন তাদের চিন্তা তুলনামুলক ভাবে অনেকটাই কম। ফলে ডেলিভারির জন্য প্রথাগত বাইক-স্কুটারের বদলে অনেকেই দুই চাকার ইলেকট্রিক বাহন কেনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। তবে ইলেকট্রিক কার্গো টু-হুইলারের ক্ষেত্রে লোডিং ক্যাপাসিটি অত্যন্ত গুরূত্বপূর্ণ। আর এখানেই বাজিমাত করতে চাইছে Zypp Electric বলে একটি  স্টার্টআপ সংস্থা।

লাস্ট মাইল ডেলিভারি সেগমেন্টে Zypp Electric সুপরিচিত একটি নাম। তারা জানিয়েছে, তাদের আপকামিং হেভি-ডিউটি ইলেকট্রিক স্কুটার লাস্ট মাইল লজিটিক্সের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটির লোডিং ক্যাপাসিটি হবে ২৫০ কেজি। অর্থাৎ, ২৫০ কেজি পর্যন্ত মালপত্র স্কুটারে চাপানো যাবে।

Zypp Electric Launch

Zypp Electric-এর এই কার্গো ইলেকট্রিক স্কুটার এক চার্জে ১২০ কিমির কাছাকাছি পথ চলতে পারবে। এটি ৪০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার পোর্টাবল ব্যাটারি প্যাকের সাথে আসবে। এতে আইটি এনাবেল্ড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে যেখানে ভেহিকল ট্র্যাকিং, ব্যাটিরি ক্যাপাসিটি, এবং ড্রাইভিং সর্ম্পকিত নানা তথ্য ফুটে উঠবে।

কার্গো ইলেকট্রিক স্কুটারটির শরীর মেটাল দিয়ে বানানো হচ্ছে৷ ডেলিভারির পাশাপাশি বাইক ট্যাক্সি হিসেবেও এটি ব্যবহার করা যাবে। Zypp Electric এক নামী অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফাকচারার (ওইএম)-এর সাথে যৌথ উদ্যোগে স্কুটারটি তৈরি করছে।

এছাড়া স্কুটারটির দাম, অন্যান্য স্পেসিফিকেশন/ফিচার, বা লঞ্চের সময় প্রসঙ্গে Zypp Electric কিছু জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন