- Home
- »
- টেক গাইড »
- চুরি করা বা হারিয়ে যাওয়া স্মার্টফোন...
চুরি করা বা হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন এক মুহুর্তে, ফোনের এই সেটিংস অন আছে তো?
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খোঁজার জন্য এটি একটি চমৎকার টুল। গুগলের এই ফিচার সব ফোনেই রয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং এবং ডেটা মুছে ফেলতে পারবেন।
স্মার্টফোন আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা আমাদের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকি। মানুষের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্মার্টফোনের অন্যান্য ব্যবহারও রয়েছে প্রচুর। ব্যাংকিং সেবার জন্যও আমরা এটি ব্যবহার করি। আবার আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টও ফোনে সংরক্ষণ করি। ফলে কোনো ভাবে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমারা চিন্তিত হয়ে পড়ি।
কিন্তু আপনি জানেন কি যে, ফোন চুরি বা হারিয়ে গেলে সহজে তা খুঁজে পাওয়া যেতে পারে। আর এই প্রতিবেদনেই আমরা এই বিষয়ে আলোচনা করবো। এখানে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য গুগলের একটি বিশেষ ফিচার সম্পর্কে বলবো, যে ফিচার আপনাকে আপনার হারিয়ে যাওয়া ডিভাইস ফিরে পেতে সাহায্য করবে বা অন্তত পক্ষে ব্যক্তিগত ডেটা সুরক্ষিত (ডিলিট) রাখতে দেবে।
চুরি বা হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে গুগলের Find My ডিভাইস ব্যবহার করুন
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খোঁজার জন্য এটি একটি চমৎকার টুল। গুগলের এই ফিচার সব ফোনেই রয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং এবং ডেটা মুছে ফেলতে পারবেন। এটি ব্যবহার করতে, এখানে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ডাউনলোড করতে পারেন বা নিন্মলিখিত ওয়েবসাইটে যেতে পারেন।google.com/android/find ওয়েবসাইটে যান।
- হারিয়ে যাওয়া ফোনের সাথে যুক্ত গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
- এখন আপনি একটি ম্যাপ দেখতে পাবেন। এতে আপনি ফোনের বর্তমান বা শেষ অবস্থান সম্পর্কে তথ্য পাবেন।
- এই অ্যাপ দিয়ে আপনি 5 মিনিট ফুল ভলিউমে ফোন রিং করতে পারবেন। বিশেষ বিষয় হল ফোনটি সাইলেন্ট মোডে থাকলেও রিং হবে।
- এছাড়া আপনি আপনার ডিভাইসটি সুরক্ষিত করতে পারেন। এজন্য ফোন লক করে নম্বর দিয়ে আপনার কন্টাক্ট ইনফো স্ক্রিনে দেখা পারেন।
- আবার আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফোনটি খুঁজে পেতে সক্ষম হবেন না, তবে আপনি এতে থাকা ডেটা ডিলিট করে দিতে পারেন
ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করতে আপনার ফোনে ফিচারটি অন রাখা গুরুত্বপূর্ণ। এটি এনাবল করতে সেটিংসে দেওয়া সিকিউরিটি অপশনে যান। এখানে আপনি ফাইন্ড মাই ডিভাইস দেখতে পাবেন।
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খোঁজার জন্য এটি একটি চমৎকার টুল। গুগলের এই ফিচার সব ফোনেই রয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং এবং ডেটা মুছে ফেলতে পারবেন।