17 হাজার টাকার এই Samsung ফোনে মিলছে 16 হাজারের বেশি ছাড়, ধামাকা অফার কাল অবধি

দেখতে দেখতে Amazon Great Freedom Festival Sale সমাপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট এর সব অফার শেষ হয়ে যাবে। এমতাবস্থায় আপনার কাছে সস্তায়…

দেখতে দেখতে Amazon Great Freedom Festival Sale সমাপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট এর সব অফার শেষ হয়ে যাবে। এমতাবস্থায় আপনার কাছে সস্তায় কেনাকাটার জন্য খুবই সময় আছে। তাই আপনি যদি এখন একটি নতুন স্মার্টফোন কিনতে চান, আর আপনার বাজেট হয় ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্যে – তাহলে চোখ বুঝে আপনি Amazon থেকে Samsung Galaxy M33 5G মডেলটি কিনে ফেলুন। আসলে ফিচারে ঠাসা এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ স্কিম, ব্যাঙ্ক অফার ইত্যাদি নানা সাশ্রয়কর সুবিধায় কেনার সুযোগ দিচ্ছে Amazon। ফলত, এটি আপনার জন্য একটি সেরা বিকল্প হতে পারে। আসুন, এখন ঝটপট দেখে নিই চলতি Amazon Great Freedom Festival Sale-এ Samsung Galaxy M33 5G ঠিক কী অফারে মিলছে।

Samsung Galaxy M33 5G-এর মূল্য এবং সেলের অফার

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ২৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে আপনি এই ফোন ৩৫% ছাড়ে ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। নির্দিষ্ট ব্যাঙ্ক অফার কাজে লাগালে এর দাম নেমে আসবে ১৫,০০০ টাকার কমে।

শুধু তাই নয়, আপনি যদি পুরোনো স্মার্টফোনের বদলে এই মিড-রেঞ্জের স্যামসাং হ্যান্ডসেটটি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু ১৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে আপনার পুরোনো ফোনের অবস্থা এবং ব্র্যান্ডের উপর।

Samsung Galaxy M33 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে র‌্যাম প্লাস ফিচার এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি অফার করবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই স্যামসাং ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আবার এতে অটো-ডেটা সুইচিং ফিচার, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি ২.০, ব্লুটুথ ৫.১-এর মতো বিকল্পও বর্তমান।