জলদি করুন! 7 হাজারের কমে মিলছে 8GB র‍্যাম ও 50MP ক্যামেরার এই ফোন, আছে 6000mAh ব্যাটারিও

ভারতের বাজারে ১০ হাজার টাকার কম বাজেটের সেগমেন্টে itel কোম্পানির স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি এখন...
Anwesha Nandi 13 Jun 2024 7:30 PM IST

ভারতের বাজারে ১০ হাজার টাকার কম বাজেটের সেগমেন্টে itel কোম্পানির স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি এখন কোনো কারণে খুব সস্তায় একটি ফোন কিনতে চান এদিকে আপনার তাতে চাই বিশাল স্টোরেজ, ভালো ক্যামেরা-ব্যাটারি ব্যাকআপের মতো ফিচার, তাহলে আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারেন itel P55t মডেলটি। আসলে বর্তমানে Amazon India-য় itel Days Sale চলছে, যাতে এই ফোনটি আকর্ষণীয় ডিসকাউন্টে ৭ হাজার টাকার কমে পাবেন। এদিকে ফিচার বলতে মিলবে 6000mAh ব্যাটারি, 8GB র‍্যাম, 50MP ক্যামেরা ইত্যাদি ফাংশন।

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ১৪ই জুন এই বিক্রয়পর্বটি শেষ হবে, তাই এখন itel P55-তে ঠিক কী অফার রয়েছে এবং এতে কী কী ফিচার বর্তমান তা এক নজরে দেখে নিন, আর ঝটপট এটি অর্ডার করে ফেলুন।

৭ হাজারের কমে মিলছে Itel-এর এই ফোনটি, অফার কাল অবধি

আইটেল পি৫৫টি ফোনের ৮ জিবি (ভার্চুয়াল র‍্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১১,৯৯৯ টাকা হলেও, এখন অ্যামাজনের লিমিটেড টাইম অফারে এটি ৭,২৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ১,৫০০ টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

একইভাবে এটি কেনার সময় পুরোনো কোনো ফোন পাল্টে নিলে ৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। যদিও এই ডিসকাউন্টের যথাযথ পরিমাণ নির্ভর করবে সেই পুরোনো হ্যান্ডসেটের বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর।

itel P55T ফোনের স্পেসিফিকেশন

আইটেল পি৫৫টি (4G সাপোর্টেড্) বাজেট স্মার্টফোনে ডায়নামিক বারসহ ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ৭২০×১৬১২ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার হয়েছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম (মেমরি ফিউশন বিকল্পসহ) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য মোবাইল ফোনটি ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তির সাথে ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

আবার ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা সেটআপ। সফ্টওয়্যার ফ্রন্টে আইটেল পি৫৫টি প্রথম অ্যান্ড্রয়েড ১৪ গো ওএসের সাথে এসেছে। এছাড়া এটি সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড্ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বহন করবে। এর দুটি কালার ভ্যারিয়েন্ট উপলব্ধ – অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং অ্যাস্ট্রাল গোল্ড।

Show Full Article
Next Story