Flipkart বা Amazon নয়, এখানে 33 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Apple iPhone 15

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে Apple তাদের iPhone 15 সিরিজ লঞ্চ করেছিল। আর এই নতুন সিরিজের স্মার্টফোনে ২০২২-এ লঞ্চ হওয়া iPhone 14 এর একাধিক ফিচার উপস্থিত।…

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে Apple তাদের iPhone 15 সিরিজ লঞ্চ করেছিল। আর এই নতুন সিরিজের স্মার্টফোনে ২০২২-এ লঞ্চ হওয়া iPhone 14 এর একাধিক ফিচার উপস্থিত। তবুও iPhone 15 সিরিজের স্মার্টফোনের দাম পূর্বসূরীর তুলনায় কিছুটা বেশি। তবে, এখন মুকেশ আম্বানির নেতৃত্বাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম JioMart এই সিরিজের বেস মডেলটি এখন অনেক দামে কেনার সুযোগ দিচ্ছে।

উল্লেখ্য, iPhone 15 মূলত ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন জিওমার্টে এটি পাওয়া যাচ্ছে ৭০,৯০০ টাকায়। আবার, এখানে পুরনো ফোন এক্সচেঞ্জ করে পাওয়া যাবে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়। যার পর ডিভাইসটির দাম কমে ৫০,৯০০ টাকায় নেমে আসবে। এছাড়াও, জিওমার্ট এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে (ইএমআই এবং নন-ইএমআই উভয় ক্ষেত্রেই) ৪,০০০ টাকা ছাড় দিচ্ছে। যার ফলে ডিভাইসের দাম কমে ৪৬,৯০০ টাকায় এসে যাবে।

ফিচারের কথা বললে, আইফোন ১৫ মডেলে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যা ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট ওলিওফোবিক কোটিং সমর্থন করে। এছাড়াও, অ্যাপলের এই ডিভাইসে অ্যালুমিনিয়াম ডিভাইস ডিজাইন, আইপি ৬৮ রেটিং, কালার ইনফিউসড ব্যাক গ্লাস এবং সিরামিক সিল্ড ফ্রন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে।

এ১৬ বায়োনিক চিপ দ্বারা চালিত এই ডিভাইসে ২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

আর ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে আছে ওআইএস সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। এই ডিভাইসটি ৬০ এফপিএস পর্যন্ত ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। আবার, সেলফি, ভিডিও কল এবং ফেস আইডি অথেনটিকেশনের জন্য এই ডিভাইসের সামনে ১২ মেগাপিক্সেল ট্রু ডেপথ ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।