Best Smartphones Under 20000

20 হাজার টাকার কম বাজেট, Redmi Note 13 Pro সহ সেরা ক্যামেরা, ব্যাটারি ও গেমিং মোবাইল ফোন

20 হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন গুলি হল Redmi Note 13 Pro, iQOO Z7 Pro 5G, Samsung Galaxy M14 5G, Realme Narzo 60 5G

Ankita Mondal 30 Nov 2024 8:21 AM IST

Highlights

20,000 টাকার কমে ফটোগ্রাফির জন্য সেরা ফোন হল - Redmi Note 13 Pro

20 হাজার টাকার মধ্যে গেমিংয়ের জন্য ভালো স্মার্টফোন হল - iQOO Z7 Pro 5G

ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো মোবাইল ফোন হল - Samsung Galaxy M14 5G।

আপনি যদি 20,000 টাকার বাজেটে এমন একটি স্মার্টফোন খোঁজ করে থাকেন যেখানে দুর্দান্ত পারফরম্যান্স, ক্যামেরা ও দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা বাজারে উপলব্ধ কয়েকটি সেরা তথা জনপ্রিয় ফোন সম্পর্কে বলবো। বর্তমান সময়ে 20 হাজার টাকার রেঞ্জের স্মার্টফোনে একাধিক প্রিমিয়াম ফিচার দেওয়া হচ্ছে। যেমন 200 মেগাপিক্সেল ক্যামেরা, 6000mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে। আসুন 20,000 টাকার কমের ফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

20 হাজার টাকার মধ্যে সেরা ফোন

Redmi Note 13 Pro

দাম: 19,999 টাকা

ফিচার: এই রেডমি ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। ডিভাইসটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ এসেছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 200MP প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এটি 5000mAh ব্যাটারি সহ এসেছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Z7 Pro 5G

দাম : 20,000 টাকার আশেপাশে

ফিচার: আইকো Z7 প্রো 5G ফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ 64MP প্রাইমারি রিয়ার ক্যামেরা। ফোনটি 4600mAh ব্যাটারি সহ এসেছে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy M14 5G

দাম: 14,000 টাকার কাছাকাছি

ফিচার: স্যামসাংয়ের এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 6.6 ইঞ্চি এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ডিভাইসে এক্সিনস 1330 প্রসেসর দেওয়া হয়েছে।

Realme Narzo 60 5G

দাম: 18,999 টাকা

ফিচার: এই রিয়েলমি ফোনে 6.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর ও 64MP প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ এসেছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

20,000 টাকার কমে আসা এই মোবাইল ফোনগুলি আপনাকে ভালো ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, অসাধারণ ক্যামেরা ও দমদার পারফরম্যান্স দেবে।

Show Full Article
Next Story