সদ্য লঞ্চ হওয়া 50 মেগাপিক্সেল ক্যামেরার Lava 5G ফোন বিরাট ডিসকাউন্টে, রয়েছে ভাইব লাইট
Lava Blaze 3 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 11,499 টাকায় লঞ্চ হয়েছে। তবে বর্তমানে এই হ্যান্ডসেটটি লাভার এন্ড অফ সিজন সেলে 500 টাকা সরাসরি ছাড়ে বিক্রি হচ্ছে।
আপনি যদি ভিডিও এবং রিল বানানোর জন্য 10,000 টাকার কম দামে একটি ভাল স্মার্টফোন খোঁজ করে থাকেন, তবে দেশীয় সংস্থা Lava -র একটি ফোন নিতে পারেন। এই ডিভাইসের নাম Lava Blaze 3 5G। সম্প্রতি লঞ্চ হওয়া ফোনটি লাভার এন্ড অফ সিজন সেলে ব্যাঙ্ক অফারের সাথে 1500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ভাইব লাইট, যা আপনাকে অন্ধকারেও ভাল ছবি তুলতে সাহায্য করবে। আসুন লাভা ব্লেজ 3 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
লাভা ব্লেজ 3 5G কিনুন সেরা ডিলের সঙ্গে
Lava Blaze 3 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 11,499 টাকায় লঞ্চ হয়েছে। তবে বর্তমানে এই হ্যান্ডসেটটি লাভার এন্ড অফ সিজন সেলে 500 টাকা সরাসরি ছাড়ে বিক্রি হচ্ছে। এর সাথে, আপনি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে 1000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নিতে পারবেন। যার পর এটি 9,999 টাকায় কেনা যাবে। এছাড়া আপনি পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে 7000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
লাভা ব্লেজ 3 5G এর ফিচার
লাভা ব্লেজ 3 5G স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেটের 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি 6 জিবি ভার্চুয়াল র্যাম এবং 6 জিবি ফিজিক্যাল র্যাম সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য লাভা ব্লেজ 3 5G ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে দেওয়া হয়েছে নতুন ভাইব লাইট। এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি উপস্থিত। লাভার এই ফোনে রয়েছে ফেস আনলক, ডুয়াল অ্যাপ সাপোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Lava Blaze 3 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 11,499 টাকায় লঞ্চ হয়েছে। তবে বর্তমানে এই হ্যান্ডসেটটি লাভার এন্ড অফ সিজন সেলে 500 টাকা সরাসরি ছাড়ে বিক্রি হচ্ছে।