রবিবার ছুটির দিনে অর্ডার করুন iPhone 14, iPhone 13 ও iPhone 15, রয়েছে লোভনীয় ডিল
শুরু হয়েছে Flipkart Big Bachat Days সেল। আর এই সেলে iPhone 14, iPhone 13 ও iPhone 15 অনেক কমে পাওয়া যাচ্ছে। এদের সাথে...শুরু হয়েছে Flipkart Big Bachat Days সেল। আর এই সেলে iPhone 14, iPhone 13 ও iPhone 15 অনেক কমে পাওয়া যাচ্ছে। এদের সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারের লাভ ওঠানো যাবে। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত এই সেল চলবে। আর এখানে ক্রেতারা এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। আসুন ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেলে iPhone 14, iPhone 13 ও iPhone 15 এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
iPhone 15
ফ্লিপকার্টের বিগ বাচাত ডেজ সেলে আইফোন 15 এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ব্লু কালার অপশন 65,999 টাকায় উপলব্ধ। তবে ব্যাঙ্ক অফারে 1 হাজার টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এর ইএমআই শুরু হবে 2321 টাকা থেকে। আবার আইফোন 15 এর সাথে 40,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, এই ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত।
আরও পড়ুন: শীঘ্রই সস্তা হবে iPhone 15 থেকে iPhone 14, কারণ জানালো মার্কেট বিশেষজ্ঞরা
iPhone 14
iPhone 14 এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রেড কালার মডেলটি 57,999 টাকায় ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে পাওয়া যাচ্ছে। আর ব্যাঙ্ক অফারে আরও 1 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 5 শতাংশ ক্যাশব্যাকও পাবেন। এছাড়া দেওয়া হচ্ছে 40,850 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এই ফোনের ইএমআই শুরু হচ্ছে 2040 টাকা থেকে। iPhone 14 ডিভাইসে 6.1-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ15 বায়োনিক চিপসেট ও 12 মেগাপিক্সেল সেলফি ও প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
iPhone 13
আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত চলা বিগ বাচাত ডেজ সেলে iPhone 13 মডেলের গ্রীন কালার ভ্যারিয়েন্ট 50,499 টাকায় বিক্রি হচ্ছে। যদিও আপনি আরও 1,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া 40,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। এই ফোনের ইএমআই শুরু হচ্ছে 1800 টাকারও কম থেকে। ফিচারের কথা বললে iPhone 13 মডেলে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে উপস্থিত। এর পিছনে 12-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান এবং সামনে দেওয়া হয়েছে 12-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।