চোখ ফেরানো দায়, Google Pixel 8 ও Pixel 8 Pro নতুন কালার সহ বাজারে হাজির
২০২৩ সালের ৪ঠা অক্টোবর Google, Pixel 8 নামের একটি নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের স্ট্যান্ডার্ড...২০২৩ সালের ৪ঠা অক্টোবর Google, Pixel 8 নামের একটি নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Pixel 8 তখন - হেজেল, অবসিডিয়ান এবং রোস কালারে এসেছিল। অন্যদিকে উচ্চতর Pixel 8 Pro মডেল - পোরসেলেন, বে এবং অবসিডিয়ান কালার অপশনে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন টেক জায়ান্টটি 'ফ্রেশ ইয়ার, ফ্রেশ ড্রপ' (Fresh year, fresh drop) ক্যাম্পেইনের অংশ হিসেবে এই দুটি হ্যান্ডসেটের জন্য নতুন 'মিন্ট' (Mint) কালার বিকল্পের ঘোষণা করলো। যারপর এখন সিরিজের উভয় মডেলই মোট চারটি কালার অপশনের সাথে কেনা যাবে।
তুলনার খাতিরে জানিয়ে রাখি, Google Pixel 8 সিরিজের জন্য ঘোষিত 'মিন্ট' (Mint) শেডটি পূর্বসূরি Pixel 7 -এর জন্য নিয়ে আসা 'লেমনগ্রাস' (Lemongrass) কালার অপশনের থেকে কিছুটা গাঢ়।
উল্লেখ্য, Google Pixel 8 মডেলটি বর্তমানে মিন্ট কালার ভ্যারিয়েন্টের সাথে ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে কেনা যাচ্ছে। যদিও উচ্চতর Pixel 8 Pro ফোনটি কবে নাগাদ মিন্ট কালারের সাথে এদেশে বিক্রি করা হবে তা এখনো সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।
Google Pixel 8 স্পেসিফিকেশন
গুগল পিক্সেল ৮ ফোনে ৬.১৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের পেছনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN2 প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল Sony IMX386 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো ফোকাসও অফার করে। ফোনটি ৮কে পর্যন্ত রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। ভালো পারফরম্যান্সের জন্য উক্ত ফোনে ৩ ন্যানোমিটার আর্কিটেকচার ভিত্তিক সংস্থার নিজস্ব টেনসর জি৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে টাইটান এম২ নামের সিকিউরিটি চিপও থাকছে। স্টোরেজ হিসাবে ডিভাইসটি ৮ জিবি LPDDR5x র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম অফার করে। এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 8 স্মার্টফোনে ২৪ ওয়াট ওয়্যার্ড এবং ১৮ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি আছে।
Google Pixel 8 Pro স্পেসিফিকেশন ও ফিচার
গুগল পিক্সেল ৮ প্রো ফোনে ৬.৭-ইঞ্চির (১৩৪৪ x ২৯৯২ পিক্সেল) OLED টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত এবং ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০০ নিট পিক ব্রাইটনেস ও সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি নতুন টেনসর জি৩ প্রসেসর ও টাইটান এম২ সিকিউরিটি চিপসেট সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ প্রি-লোডেড থাকছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য গুগলের এই নয়া ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৫এক্স অপটিক্যাল জুম সহ ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আলোচ্য মডেলে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। তদুপরি IP68 রেটিং প্রাপ্ত Google Pixel 8 Pro ফোনে ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি একবার চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ডিভাইস সক্রিয় রাখবে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।