কম্পিউটার-ল্যাপটপের থেকেও বেশি, Honor 100 সিরিজে কত জিবি র‍্যাম থাকবে জানেন

Honor 100 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৩ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই লাইনআপে Honor 100 (স্ট্যান্ডার্ড) এবং Honor 100 Pro…

Honor 100 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৩ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই লাইনআপে Honor 100 (স্ট্যান্ডার্ড) এবং Honor 100 Pro নামে দু’টি মডেল বাজারে আসবে। অফিসিয়াল লঞ্চের আগে, Honor 100 সিরিজ এবার গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে, প্রসেসরের পারফরম্যান্স, অপারেটিং সিস্টেম এবং র‍্যামের পরিমাণ নিশ্চিত করেছে।

Honor 100/100 Pro হাজির Geekbench প্ল্যাটফর্মে

MAA-AN00 মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড অনর ১০০ স্মার্টফোনটি গিকবেঞ্চে দেখা গিয়েছে। এই বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী, নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট (SM7550 মডেল নম্বর) ব্যবহৃত হতে পারে এতে। অনরের এই ফোনটি সর্বোচ্চ ২.৬৩ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে। অনর ১০০ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,১৩৯ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ৩,৩৭৫ পয়েন্ট স্কোর করেছে।

একইভাবে, উচ্চতর অনর ১০০ প্রো মডেলটিও আলাদা ভাবে গিকবেঞ্চে দেখা গেছে, যা সর্বাধিক ৩.১৯ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে (মডেল নম্বর “SM8550”) চলবে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আগে থেকে ইন্সটল করা থাকবে এবং ১৬ জিবি র‍্যাম অফার করবে। অনর ১০০ প্রো সিঙ্গেল-কোর টেস্টে ১,৮৮২ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,৯২৩ পয়েন্ট অর্জন করেছে।

উল্লেখ্য, গিকবেঞ্চ লিস্টিংয়ের ওপর ভিত্তি করে বলা যায়, Honor 100 সিরিজ প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আসবে। ডিজাইনও নজরকাড়া হবে। Honor 100-এ অর্ধবৃত্তাকার ক্যামেরা মডিউল এবং Pro মডেলটি অভিনব উপবৃত্তাকার ক্যামেরা লেআউটের সঙ্গে আসবে।