পিছনে তিনটি ক্যামেরা ও ৪ জিবি র‌্যাম সহ লঞ্চ হল Honor 20E

হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার কিছুদিন আগে Honor 9X Lite লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি আরও একটি বাজেট ফোন Honor 20E। এই ফোনটি অনার ৯এক্স লাইট এর তুলনায় কম…

হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার কিছুদিন আগে Honor 9X Lite লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি আরও একটি বাজেট ফোন Honor 20E। এই ফোনটি অনার ৯এক্স লাইট এর তুলনায় কম দামে এসেছে। অনার ২০ই ফোনে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও অক্টা কোর প্রসেসর। আসুন Honor 20E এর ফিচার ও দাম সম্পর্কে জেনে নিই।

Honor 20E দাম:

এই ফোনটি আপাতত ইতালিতে লঞ্চ হয়েছে। অনার ২০ই কেবল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের সাথে এসেছে। ফোনটির দাম হয়েছে ১৮০ ইউরো ( ১৪,৮০০ টাকা)। ফোনটি কেবল কালো ও নীল রঙে উপলব্ধ। আশা করা যায় ফোনটি শীঘ্রই অন্যান্য মার্কেটে লঞ্চ হবে। আপনাকে জানিয়ে রাখি অনার ৯ এক্স লাইট এর দাম রাখা হয়েছে ১৯৯ ইউরো, যা প্রায় ১৬,৫০০ টাকার সমান। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। 

Honor 20E স্পেসিফিকেশন:

ডুয়েল সিমের এই ফোনে ৬.২১ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। অপারেটিং সিস্টেমের কথা বললে এখানে অ্যান্ড্রয়েড পাই ভিত্তিক EMUI ৯.১ পাবেন। ফোনটি অক্টা কোর কিরিন ৭১০ এফ প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও এতে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা ২৪ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৩,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *