20000 টাকা ছাড়ে মিলছে 200MP ক্যামেরার এই 5G ফোন! অফার, ফিচার দুইই চমকপ্রদ

এখনকার দিনে হাতের ফোনে ভালো ক্যামেরা না থাকলে ব্যাপার যে ঠিক জমে না তা শুধু নয়, যাদের ফটোগ্রাফির নেশা আছে তাদের বেশ আফসোসই করতে দেখা…

এখনকার দিনে হাতের ফোনে ভালো ক্যামেরা না থাকলে ব্যাপার যে ঠিক জমে না তা শুধু নয়, যাদের ফটোগ্রাফির নেশা আছে তাদের বেশ আফসোসই করতে দেখা যায়। কারণ স্মার্টফোন দিয়ে যেকোনো সময় ইচ্ছেমতো ছবি এমনকি যাকে বলে ভালো শৈল্পিক চিত্র তোলা সম্ভব। সেক্ষেত্রে এখন প্রায় সমস্ত স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ডই তাদের ডিভাইসে ভালো ক্যামেরা দেওয়ার চেষ্টা করছে। তবে আপনি যদি এখন ফটোগ্রাফির জন্য মিডরেঞ্জ সেগমেন্টে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে Honor 90 5G বেছে নিতে পারেন, কেননা জনপ্রিয় চীনা প্রযুক্তি ব্যান্ডের এই ডিভাইসটির ক্যামেরা থেকে ডিসপ্লে, প্রসেসর ইত্যাদি সমস্ত কিছুই আকর্ষণীয়। আবার Amazon India-র অফারে এটি এখন অনেকটা সস্তাতেই মিলছে। আপনি Honor 90 5G ফোনটি কিনলে এখন প্রায় ২০ হাজার টাকা বাঁচাতে পারবেন।

সেল ছাড়াই দারুণ সস্তায় মিলছে Honor 90 5G

অনর ৯০ ৫জি স্মার্টফোনটির ৮ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৭,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেল ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন অ্যামাজনের অফারে দুটি ভ্যারিয়েন্টেই ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যা কাজে লাগিয়ে আপনি এগুলি যথাক্রমে ২৬,৯৯৯ টাকায় এবং পরিবর্তে ২৮,৯৯৯ টাকায় পাবেন। একইভাবে আইডিএফসি (IDFC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ১,৫০০ টাকার ছাড় পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, যদি পুরোনো ফোনের বিনিময়ে এই অনর ফোন কেনার চেষ্টা করা হয় ২৫,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে (শর্তাবলি প্রযোজ্য)। মানে সব মিলিয়ে প্রায় জলের দরে স্মার্টফোনটি পেয়ে যাবেন! প্রসঙ্গত উল্লেখ্য, ফোনটি এমারেল্ড গ্রিন, ডায়মন্ড সিলভার এবং মিডনাইট ব্ল্যাক – তিনটি রঙে উপলব্ধ।

Honor 90 5G-এর স্পেসিফিকেশন

অনর ৯০ ৫জি স্মার্টফোনটিতে ১২০ রিফ্রেশ রেট ও ১,৬০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭-ইঞ্চি ১.৫কে (1.5K) কোয়াড কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ। এদিকে ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়া ফটোগ্রাফির জন্য এটিতে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও।

(প্রতিবেদনটি লেখার সময় Amazon-এ এই দাম তালিকাভুক্ত ছিল)