50MP OIS ক্যামেরা, 100W চার্জিং, ও 24GB র‍্যাম সহ দুর্দান্ত ফিচার্স Honor 90 GT ফোনে

অনর খুব শীঘ্রই তাদের বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট বাজারে আনার পরিকল্পনা করছে। তার মধ্যে রয়েছে Honor 90 GT স্মার্টফোন ও...
Ananya Sarkar 12 Dec 2023 11:28 AM IST

অনর খুব শীঘ্রই তাদের বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট বাজারে আনার পরিকল্পনা করছে। তার মধ্যে রয়েছে Honor 90 GT স্মার্টফোন ও Honor Pad 9-ট্যাবলেট। পারফরম্যান্স-কেন্দ্রিক GT সিরিজের ফোনটি একাধিক উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন নিয়ে আসবে বলে জানা গেছে। আর অনর প্যাড ৯ ট্যাবটির ডিজাইন সহ বিভিন্ন তথ্য অনলাইনে ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন Honor 90 GT ও Honor Pad 9-এর ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

Honor 90 GT-এর পিছনে ফ্ল্যাট এজ ডিজাইন সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে

অনর ৯০ জিটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা অফার করবে। ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ফ্ল্যাট সাইডও দেখা যাবে বলে জানা গেছে। অন্যদিকে, অনরের ট্যাব ৯-এর সামনে কেন্দ্রীভূত লেন্স ডিজাইন দেখা যাবে এবং ট্যাবটি চোখের সুরক্ষার ওপর জোর দেবে।

সম্প্রতি অনর ৯০ জিটি-এর সামগ্রিক ডিজাইনটি ভুলবশত একটি প্রোডাক্ট লিস্টিংয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটিকে কমপ্লিমেন্টারি লাইন ডেকোরেশন সহ ব্লু ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে। পাশাপাশি অফিসিয়াল স্লোগানে "পারফরম্যান্স থানোস, ডেসটিনি রিটার্নস," কথাটি একটি আকর্ষণীয় স্পর্শ যোগ করেছে।

আগের একটি রিপোর্ট অনুসারে, Honor 90 GT ফোনটি MAG-AN00 মডেল নম্বর ইতিমধ্যেই চীনের ন্যাশনাল কোয়ালিটি সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা প্রকাশ করেছে যে ফোনটি ১০০ ওয়াট তারযুক্ত চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ২৪ জিবি র‍্যাম অফার করবে বলেও দাবি করা হচ্ছে।

যদিও, ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি, তবে এর পূর্বসূরি Honor 80 GT-এর স্পেসিফিকেশন থেকে এর কিছু আভাস পাওয়া যায়। Honor 80 GT মডেলটি ইন্টারস্টেলার ব্ল্যাক, লাইট রেইন মিটিওর এবং স্ট্রিমার মিরর কালারে উপলব্ধ। এটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত। সামনের অংশে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। আর পিছনে শক্তিশালী ৫৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বিদ্যমান। এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

Show Full Article
Next Story