Honor 90 GT: 24 জিবি র‌্যামের সাথে দুর্দান্ত ক্যামেরা, মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ কিলার নিয়ে হাজির অনর

আজ চীনে এক জমকালো লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করল Honor 90 GT। এই প্রিমিয়াম স্মার্টফোনটি Honor 80 GT-এর উত্তরসূরি হিসেবে...
techgup 22 Dec 2023 12:06 AM IST

আজ চীনে এক জমকালো লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করল Honor 90 GT। এই প্রিমিয়াম স্মার্টফোনটি Honor 80 GT-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। Honor 90 GT-তে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি। চলুন ফোনটির অন্যান্য বিশেষত্ব ও দাম জেনে নেওয়া যাক।

Honor 90 GT-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর ৯০ জিটি-এর সামনের অংশে পাঞ্চ-হোল কাটআউট এবং স্লিম বেজেল সহ ওলেড ডিসপ্লে রয়েছে, যা আইফোন ১৫ প্রো-এর চেয়েও স্লিম বলে দাবি করা হচ্ছে। স্ক্রিনটির আকার ৬.৬ ইঞ্চি এবং এটি ১.৫কে পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং অফার করে। ডিসপ্লেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেও ইন্টিগ্রেটেড।

পারফরম্যান্সের ক্ষেত্রে, অনর ৯০ জিটি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন যা ২৪ জিবি র‍্যাম অফার করে। ডিভাইসটিতে ১ টিবি পর্যন্ত স্টোরেজও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর ৯০ জিটিতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হিট ডিসিপেশন জন্য, হ্যান্ডসেটটি একটি ৩ডি ভেপার চেম্বার কুলিং ইউনিটের সাথে এসেছে।

ফটোগ্রাফির জন্য, Honor 90 GT-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX906 প্রাইমারি সেন্সর ও একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে।

Honor 90 GT-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সংযোগের জন্য একটি RF এনহ্যান্সমেন্ট C1 চিপ, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল স্পিকার। সফ্টওয়্যারের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে চলে।

Honor 90 GT-এর মূল্য ও লভ্যতা

Honor 90 GT জিটি ব্লু (লেদার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল সহ), ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে লঞ্চ হয়েছে। বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০৫০ টাকা)৷ আর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজের দাম যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৬৩৫ টাকা), ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৮,২২০ টাকা) এবং ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,১৩০ টাকা)। Honor 90 GT কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি কোম্পানি।

Show Full Article
Next Story