100 মেগাপিক্সেল ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে দারুণ ফোন লঞ্চ করল Honor

Honor 90 সিরিজ আগামী ৬ জুলাই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে৷ তার আগেই অবশ্য এই সিরিজের অধীনে Honor 90 Lite নামে একটি...
Ananya Sarkar 20 Jun 2023 10:56 PM IST

Honor 90 সিরিজ আগামী ৬ জুলাই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে৷ তার আগেই অবশ্য এই সিরিজের অধীনে Honor 90 Lite নামে একটি নয়া স্মার্টফোন ইউরোপে লঞ্চ করেছে সংস্থা। বিশেষ ফিচার্সের কথা বললে এতে ফুল-এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে Honor 90 Lite-এর সকল স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 90 Lite-এর স্পেসিফিকেশন এবং ফিচার

গ্লোবাল মার্কেটে আগত অনর ৯০ লাইট-এর রিয়ার শেলে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল সহ বক্সি ডিজাইন দেখা যায়। স্মার্টফোনটির সামনে ৬.৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম, ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, অনর ৯০ লাইট-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করছে। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 90 Lite-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

Honor 90 Lite-এর মূল্য ও লভ্যতা

Honor 90 Lite ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে কেনার জন্য উপলব্ধ। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিতে এটির দাম ৩০০ ইউরো (প্রায় ২৬,৮৩০ টাকা)। স্মার্টফোনটি সায়ান লেক, টাইটানিয়াম সিলভার এবং মিডনাইট ব্ল্যাক-এর মতো কালার অপশনে পাওয়া যাচ্ছে। তবে Honor 90 Lite ভারতের বাজারে কবে লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story