108 মেগাপিক্সেল ক্যামেরা সহ হাজির Honor 90 Smart, রয়েছে 5330mAh ব্যাটারি

Honor চুপিচুপি আজ একটি নতুন ফোন লঞ্চ করল, যার নাম Honor 90 Smart। এটি আপাতত ফ্রান্সের বাজারে পা রেখেছে। এর আগে এই সিরিজের অধীনে Honor…

Honor চুপিচুপি আজ একটি নতুন ফোন লঞ্চ করল, যার নাম Honor 90 Smart। এটি আপাতত ফ্রান্সের বাজারে পা রেখেছে। এর আগে এই সিরিজের অধীনে Honor 90, Honor 90 Lite, Honor 90 Pro, Honor 90 GT লঞ্চ হয়েছিল। নতুন Honor 90 Smart ফোনে আছে ডাইমেনসিটি 6020 প্রসেসর ও 4 জিবি র‌্যাম। আসুন এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor 90 Smart এর দাম

অনর 90 স্মার্ট ফোনের 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 249.90 ইউরো, যা প্রায় 22,500 টাকার সমান। এটি ব্ল্যাক ও গ্রীন কালারে এসেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনর 90 স্মার্ট কিনতে পাওয়া যাচ্ছে।

Honor 90 Smart এর স্পেসিফিকেশন ও ফিচার

Honor 90 Smart ফোনে আছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস (2412 x 1080 পিক্সেল) টিএফটি এলসিডি ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর ডিজাইনের দিক থেকে ফোনের ব্যাক প্যানেলে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ও 4 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ম্যাজিক ওএস 7.2 কাস্টম স্কিনে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor 90 Smart ফোনে 5,330 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ক্যামেরা কথা বললে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।