Honor Magic V Flip: অনর-এর প্রথম ফ্লিপ ফোন লঞ্চ হবে শীঘ্রই, গিকবেঞ্চ থেকে ফিচার প্রকাশ্যে

অনরের প্রথম ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন, Honor Magic V Flip আগামীকাল, ১৩ জুন চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। ডিভাইসটির...
Ananya Sarkar 12 Jun 2024 6:52 PM IST

অনরের প্রথম ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন, Honor Magic V Flip আগামীকাল, ১৩ জুন চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। ডিভাইসটির মেমরি ভ্যারিয়েন্ট এবং কালার অপশনগুলি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও, এতে ব্যবহৃত চিপসেট সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে Honor Magic V Flip এখন লঞ্চের একদিন আগে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এর র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেমের পাশাপাশি প্রসেসরের বিবরণও প্রকাশ করেছে। কি কি উঠে এল এই বেঞ্চমার্ক লিস্টিং থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Honor Magic V Flip ফোনকে দেখা গেল Geekbench ডেটাবেসে

LRA-AN00 মডেল নম্বর সহ একটি অনর ফোনকে এমাসের শুরুতে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে দেখা গেছে। মনে করা হচ্ছে এই ফোনটি অনর ম্যাজিক ফ্লিপ হবে। ৩সি সার্টিফিকেশন থেকে জানা গেছে যে ডিভাইসটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এখন একই মডেল নম্বর সহ ডিভাইসটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ম্যাজিক ভি ফ্লিপ ফোনে SM8475 মডেল নম্বরের একটি কোয়ালকম প্রসেসর রয়েছে। চিপসেটের মডেল নম্বর এবং সিপিইউ কনফিগারেশন ইঙ্গিত দেয় যে অনরের ফ্লিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটে চলবে।

গিকবেঞ্চ লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, অনর ম্যাজিক ভি ফ্লিপ হ্যান্ডসেটে ১২ জিবি র‌্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং চলবে। কোম্পানি ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, ডিভাইসটির ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১২ জিবি র‍্যামের সাথে বাজারে আসবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ম্যাজিক ভি ফ্লিপ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,৭৩২ এবং ৪,৪৩১ পয়েন্ট স্কোর করেছে।

এছাড়াও জানা গেছে যে, Honor Magic V Flip বড় ৪,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটির কভার ডিসপ্লেটি প্রায় ৪ ইঞ্চির হতে পারে। আবার সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, ডিভাইসটির অভ্যন্তরীণ ফোল্ডেবল স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য, এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। Honor Magic V Flip তিনটি আকর্ষনীয় কালার শেডে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে, এগুলি হল আইরিস ব্ল্যাক, শ্যাম্পেন পিঙ্ক এবং ক্যামেলিয়া হোয়াইট। আগামীকালের লঞ্চ ইভেন্টে ফ্লিপ ফোনটির সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশিত হবে।

Show Full Article
Next Story