Samsung-কে জোর টক্কর দিতে এ বছর তিনটি ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করতে পারে Honor
অনর (Honor) বর্তমানে তাদের স্লিক এবং লাইট ডিজাইনের Magic V2 ফোল্ডেবল স্মার্টফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি...অনর (Honor) বর্তমানে তাদের স্লিক এবং লাইট ডিজাইনের Magic V2 ফোল্ডেবল স্মার্টফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি জুলাই মাসের চীনের মার্কেটে প্রথম আত্মপ্রকাশ করেছিল। আবার এরমধ্যেই কোম্পানির আরেকটি নতুন ফোল্ডেবল ডিভাইসকে নিয়ে জল্পনা শুরু হয়েছে, যা Honor Magic Vs 2 নামে আসতে পারে। এটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়ে চলতি বছরে অনরের দ্বিতীয় ফোল্ডিং-স্ক্রিন যুক্ত স্মার্টফোন হওয়ার জল্পনা উস্কে দিয়েছে। অনুমান, ২০২৩ সালে অনরের মোট তিনটি ফোল্ডিং হ্যান্ডসেট বাজারে আসবে, যার মধ্যে একটি ফ্লিপ ফোন হওয়ার সম্ভাবনা।
Honor Magic Vs 2 পেল 3C-এর অনুমোদন
অনর ম্যাজিক ভিএস ২ কোম্পানির প্রথম আউটওয়ার্ড ফোল্ডিং ডিভাইস হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এর স্ক্রিনটিকে বাইরের দিকে ফোল্ড করা যাবে। ফোনটি বর্তমানে VCA-AN00 মডেল নম্বর সহ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি ৩৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখিত মডেল নম্বরটি জল্পনায় থাকা ম্যাজিক ভি স্লিমের মতোই। জল্পনা সত্য হলে এই প্রথম অনর একটি আউটার ফোল্ডিং ডিভাইস লঞ্চ করবে। হুয়াওয়ে (Huawei)-ই একমাত্র কোম্পানি, যারা বর্তমানে এই ধরনের ফোল্ডেবল ফোন অফার করে। এগুলি Huawei Mate Xs এবং Xs 2 নামে বাজারে উপলব্ধ।
শোনা যাচ্ছে, আসন্ন ফোল্ডেবলটি অক্টোবরে লঞ্চ করা হতে পারে, তবে ডিভাইসটির সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। অনর ফোল্ডেবল স্ক্রিন সহ একটি ক্ল্যামশেল ফোনও তৈরি করছে, যেটিকে Honor Magic Flip বলা হয়। তবে স্পেসিফিকেশন বা ফিকার সম্পর্কে কোনও বিবরণ উপলব্ধ নেই। এটি ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
তবে এটি বাজারে আসার আগেই, গ্লোবাল মার্কেট Honor Magic V2 আত্মপ্রকাশ করবে। অনরের এই লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনটি পাতলা এবং হালকা বিল্ড অফার করে। গত সপ্তাহে Xiaomi Mix Fold 3 লঞ্চ হওয়ার আগে পর্যন্ত এটি বাজারে সবচেয়ে স্লিম ফোল্ডেবল ছিল। আগামী ১ সেপ্টেম্বর বার্লিনের আইএফএ (IFA) ইভেন্টে ফোল্ডেবলটি লঞ্চ হবে।