Honor X40 5G অসাধারণ লুক ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

Honor X40 5G আজ ঘোষণা মতো লঞ্চ হল। এটি Honor X30 ফোনের উত্তরসূরী। নতুন এই ফোনে পাওয়া যাবে কার্ডভ ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ভার্চুয়াল র‌্যাম,…

Honor X40 5G আজ ঘোষণা মতো লঞ্চ হল। এটি Honor X30 ফোনের উত্তরসূরী। নতুন এই ফোনে পাওয়া যাবে কার্ডভ ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ভার্চুয়াল র‌্যাম, স্ন্যাপড্রাগন প্রসেসর। আবার Honor X40 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন নয়া এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

অনর এক্স৪০ ৫জি এর দাম (Honor X40 5G Price)

অনর এক্স৪০ ৫জি ফোনটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এগুলি হল ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি স্টোরেজ + ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,১০০ টাকা), ১,৬১৯ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০) ও ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা)। ফোনটি কালারফুল ক্লাউড, মো ইউকিং, এবং ম্যাজিক নাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

অনর এক্স৪০ ৫জি এর স্পেসিফিকেশন (Honor X40 5G Specifications)

অনর এক্স৪০ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ( ২৪০০ x ১০৮০ পিক্সেল) ওলেড ডিসপ্লে, যার ডিজাইন পাঞ্চ হোল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ নিটস পিক ব্রাইটনেস ও ১০ বিট কালার ডেপ্থ অফার করে। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। পারফরম্যান্সের জন্য অনর এক্স৪০ ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৭ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Honor X40 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপরচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor X40 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।