20,000 টাকায় Snapdragon 888 প্রসেসর! Honor-এর নতুন রেসিং স্মার্টফোনে 512GB পর্যন্ত স্টোরেজ

অনর নিঃশব্দে তাদের X40 সিরিজের অধীনে Honor X40 GT Racing Edition লঞ্চ করে চমকে দিল। এটি আদতে গত বছরের অক্টোবর মাসে লঞ্চ হওয়া Honor X40…

অনর নিঃশব্দে তাদের X40 সিরিজের অধীনে Honor X40 GT Racing Edition লঞ্চ করে চমকে দিল। এটি আদতে গত বছরের অক্টোবর মাসে লঞ্চ হওয়া Honor X40 GT-এর আপডেটেড ভার্সন। ফলে সম্পূর্ণ নতুন ফোন না হওয়ার কারণে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা থেকে বিরত থেকেছে সংস্থা। জানিয়ে রাখি, গত বছর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বাজারে এসেছিল Honor X40 GT। কালারের মধ্যে ছিল রেসিং ব্ল্যাক, মিডনাইট ব্ল্যাক এবং টাইটানিয়াম সিলভারের মতো অপশন। তবে Honor X40 GT Racing Edition ভিন্ন স্টোরেজ কনফিগারেশন এবং আলাদা দামে উপলব্ধ। এমনকি কালার ভ্যারিয়েন্টগুলিও ভিন্ন।

Honor X40 GT Racing Edition-এর স্পেসিফিকেশন

অনর এক্স৪০ জিটি রেসিং এডিশন গত বছর লঞ্চ হওয়া এর স্ট্যান্ডার্ড সংস্করণের মতোই অভিন্ন স্পেসিফিকেশন অফার করে। অর্থাৎ, এতে ৬.৮১ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত।

ক্যামেরার বিভাগে, Honor X40 GT Racing Edition-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ-অফ-ফিল্ড লেন্স রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X40 GT Racing Edition ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Honor X40 GT Racing Edition-এর মূল্য ও কালার অপশন

অনর এক্স৪০ জিটি রেসিং এডিশন দুটি ভ্যারিয়েন্টে এসেছে, এগুলি হল- ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। উভয় মডেলের দাম যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৮০৫ টাকা) এবং ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,১২০ টাকা)। এটি তিনটি শেডে উপলব্ধ – রেসিং ব্ল্যাক, রেসিং সিলভার এবং মিডনাইট ব্ল্যাক৷ অনর সম্প্রতি ভারতে নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করেছে। তবে এই হ্যান্ডসেটটি ভারতে কবে লঞ্চ হবে, তা জানা যায়নি।