100MP ক্যামেরা দিয়ে চোখে লেগে থাকার মতো সুন্দর স্মার্টফোন লঞ্চ করল Honor

অনর চীনের বাজারে নতুন Honor X50i স্মার্টফোনটি উন্মোচন করেছে। এটি গত বছর জুলাই মাসে লঞ্চ হওয়া MediaTek Dimensity 700-চালিত Honor X40i-এর উত্তরসূরি। নবাগত X50i-তে লেটেস্ট…

অনর চীনের বাজারে নতুন Honor X50i স্মার্টফোনটি উন্মোচন করেছে। এটি গত বছর জুলাই মাসে লঞ্চ হওয়া MediaTek Dimensity 700-চালিত Honor X40i-এর উত্তরসূরি। নবাগত X50i-তে লেটেস্ট Dimensity 6020 চিপসেট, আইপিএস এলসিডি ডিসপ্লে, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ১০০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে Honor X50i-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor X50i-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর এক্স৫০আই ৬.৭৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। এই ডিসপ্লেটি ২৩৮৮ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৩.৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এক্স৫০আই মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত। এটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৭ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ অফার করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) ইউজার ইন্টারফেসে চলে।

ফটোগ্রাফির জন্য, Honor X50i-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X50i-তে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসটিতে নিরাপত্তার জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পরিশেষে, ডিভাইসটির পুরুত্ব ৭.৪৮ মিলিমিটার এবং ওজন ১৭৯ গ্রাম।

Honor X50i-এর দাম এবং লভ্যতা

চীনের বাজারে Honor X50i দুটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৯০০ টাকা) এবং উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৩০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। X50i ব্ল্যাক, গ্রীন, হোয়াইট এবং পিঙ্ক – এই চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। ডিভাইসটি ভারত ও গ্লোবাল মার্কেটে কবে আসবে, সেসম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু নিশ্চিত করে হয়নি।