7000mAh ব্যাটারির সাথে দুর্দান্ত ক্যামেরা, Huawei আনছে জবরদস্ত ফিচারের নতুন ফোন

Huawei শীঘ্রই Enjoy সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Huawei Enjoy 60X। এতে ৬.৯৫ ইঞ্চি আইপিএস এলসিডি দেওয়া হবে বলে জানা…

Huawei শীঘ্রই Enjoy সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Huawei Enjoy 60X। এতে ৬.৯৫ ইঞ্চি আইপিএস এলসিডি দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি ডিভাইসটিতে শক্তিশালী প্রসেসর ও হাই কোয়ালিটি ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের সাথে Nova 11 সিরিজ বাজারে আসবে।

আজ সোশ্যাল মিডিয়ায় Huawei তাদের Enjoy 60X ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এটি চীনে ১৭ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিট থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টে লঞ্চ হবে। এছাড়া কোম্পানির টিজার থেকে জানা গেছে, Huawei Enjoy 60X বড় ব্যাটারি অর্থাৎ ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে।

এর আগে সামনে এসেছিল যে, হুয়াওয়ে এনজয় ৬০এক্স ফোনে ৬.৯৫ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে দেখা যাবে, যা ৭২০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে Kirin 710A প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, হুয়াওয়ে এনজয় ৬০এক্স ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Huawei Enjoy 60X একটি 4G ফোন হবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে HarmonyOS ৩.০। ফোনটির দাম শুরু হতে পারে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮০০ টাকা) থেকে।