ফোন না পাওয়ার ব্যাঙ্ক, Huawei আনল 7000mAh ব্যাটারি ও 6.95 ইঞ্চি ডিসপ্লের নয়া স্মার্টফোন

আজ অর্থাৎ ১৭ই এপ্রিল প্রখ্যাত ব্র্যান্ড Huawei আয়োজিত ‘Nova 11 Series’ লঞ্চ ইভেন্ট চলাকালীন Huawei Enjoy 60X স্মার্টফোনটি চীনে আত্মপ্রকাশ করল। এটি হাই-মিড রেঞ্জের অধীনে…

আজ অর্থাৎ ১৭ই এপ্রিল প্রখ্যাত ব্র্যান্ড Huawei আয়োজিত ‘Nova 11 Series’ লঞ্চ ইভেন্ট চলাকালীন Huawei Enjoy 60X স্মার্টফোনটি চীনে আত্মপ্রকাশ করল। এটি হাই-মিড রেঞ্জের অধীনে এসেছে এবং লেদার ফিনিশিং ডিজাইন অফার করে। ফিচার হিসাবে এতে – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫১২ জিবি পর্যন্ত রম, NFC কানেক্টিভিটি বিকল্প এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এছাড়া Huawei Enjoy 60X ফোনে রয়েছে FHD+ রেজোলিউশন সমর্থিত ৬.৯৫-ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেল এবং শক্তিশালী ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। চলুন হুয়াওয়ে এনজয় ৬০এক্স স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে এনজয় ৬০এক্স -এর স্পেসিফিকেশন (Huawei Enjoy 60X specifications)

নবাগত Huawei Enjoy 60X স্মার্টফোনে রয়েছে ৬.৯৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৩৭৬x১০৮০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লেতে একটি চওড়া নচ লক্ষ্যণীয় এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য আলোচ্য মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি হারমোনিওএস ৩ (HarmonyOS 3) কাস্টম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজের কথা হলে, এতে ৮ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি মেমরি বর্তমান।

এনএফসি-কানেক্টিভিটি অপশনের সাথে আসা Huawei Enjoy 60X স্মার্টফোনটি লেদার ফিনিশিং ডিজাইনের সাথে এসেছে, যা প্রিমিয়াম লুক প্রদান করে। এই হ্যান্ডসেটের পেছনে বৃত্তাকার ক্যামেরার রিং দেখা যাবে, যার মধ্যে ডুয়েল ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শ্যুটার৷

পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Enjoy 60X স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২২ ওয়াট চার্জিং স্পিড অফার করে। প্রসঙ্গত হুয়াওয়ের দাবি অনুসারে, তাদের এই নয়া হ্যান্ডসেটটি রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে। যার দরুন এই ডিভাইসকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।

হুয়াওয়ে এনজয় ৬০এক্স -এর দাম (Huawei Enjoy 60X price)

হুয়াওয়ে এনজয় ৬০এক্স স্মার্টফোনকে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এগুলি হল – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। উল্লেখিত ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে – ১,৭৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,৬০০ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা), এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৬০০ টাকা)। এটি – অরেঞ্জ, ব্ল্যাক, গ্রীন এবং সিলভার কালার বিকল্পে এসেছে। ডিভাইসটি আগামী ২৬শে এপ্রিল চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ করা হবে। যদিও ভারত ও বিশ্ববাজারে এটি কবে আসবে তা এখনো জানা যায়নি।