60MP ফ্রন্ট ক্যামেরা দিয়ে দুর্দান্ত ফোন লঞ্চ করল Huawei, রয়েছে 66W চার্জিং সাপোর্ট
Huawei Nova 12 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়াতে লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে মোট তিনটি মডেল এসেছে - Huawei Nova 12s,...Huawei Nova 12 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়াতে লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে মোট তিনটি মডেল এসেছে - Huawei Nova 12s, Huawei Nova 12 SE এবং Huawei Nova 12i। উল্লেখ্য, এই ফোনগুলি ক'দিন আগেই মেক্সিকোতে লঞ্চ হয়েছে। বিশেষত্ব বলতে চমকপ্রদ ডিজাইন সহ Qualcomm Snapdragon প্রসেসর, ওলেড/এলসিডি ডিসপ্লে, চিত্তাকর্ষক ক্যামেরা এবং বড় ব্যাটারি অফার করে নতুন ফোনগুলি। চলুন মালয়েশিয়ায় Huawei Nova 12 সিরিজের দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Huawei Nova 12 সিরিজ: ডিজাইন, স্পেসিফিকেশন
ডিজাইন হল এই তিনটি মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। নোভা 12 সিরিজ প্রিমিয়াম ডিজাইন অফার করলেও, মিড-রেঞ্জে এসেছে। হুয়াওয়ে নোভা 12এস এর পিছনে ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল সহ অভিনব ফ্যাশন-অনুপ্রাণিত প্রিন্ট টেক্সচার রয়েছে। নোভা 12 এসই-তে ট্রিপল ক্যামেরার জন্য দুটি বৃত্তাকার মডিউল রয়েছে এবং নোভা 12আই-এর ইমেজ সেন্সরগুলির জন্য একটি বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে।
স্ক্রিনের ক্ষেত্রে, নোভা 12এস এবং নোভা 12 এসই - উভয়ই ওলেড (OLED) ডিসপ্লের সাথে এসেছে। নোভা 12এস-এ 6.7 ইঞ্চির প্যানেল রয়েছে, যা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ফুলএইচডি+ রেজোলিউশন এবং 1.07 বিলিয়ন কালার অফার করে। যেখানে, নোভা 12 এসই-তে 90 হার্টজ রিফ্রেশ রেট, 270 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ফুলএইচডি+ রেজোলিউশন এবং 1.07 বিলিয়ন কালারের সঙ্গে 6.67 ইঞ্চির স্ক্রিন বিদ্যমান। আর, হুয়াওয়ে নোভা 12আই মডেলটি 6.7 ইঞ্চির এলসিডি (LCD) প্যানেলের সাথে এসেছে, যা 30, 60 ও 90 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 270 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে।
Huawei Nova 12 সিরিজের সবকটি মডেলেই Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। Huawei Nova 12s Snapdragon 778G প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এটি 4,500 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 66 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র 15 মিনিটে Nova 12s ফোনের 62 শতাংশ পর্যন্ত চার্জ পূর্ণ হতে পারে।
ফটোগ্রাফির জন্য, Huawei Nova 12s-এ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং লেজার ফোকাস সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্টেরিও স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট। ডিভাইসটি 6.88 মিমি স্লিম এবং ওজন মাত্র 168 গ্রাম।
অন্যদিকে, Huawei Nova 12 SE এবং Nova 12i উভয়েই Qualcomm Snapdragon 680 প্রসেসর রয়েছে, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। SE ভ্যারিয়েন্টটি শক্তিশালী 4,500 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর অপর মডেলটিতে বৃহত্তর 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 40 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷
ক্যামেরার ক্ষেত্রে, Huawei Nova 12 SE-তে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 108 মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত। আর সামনের দিকে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। অন্যদিকে, Nova 12i-এ 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। দুটি ডিভাইসই ওয়াইফাই 5, এনএফসি এবং ব্লুটুথ 5.0 সাপোর্ট করে।
Huawei Nova 12 সিরিজের মূল্য এবং লভ্যতা
Huawei Nova 12s তিনটির মধ্যে সবচেয়ে দামী মডেল এবং এর দাম 1,999 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 35,210 টাকা), যেখানে Huawei Nova 12 SE এবং Nova 12i-এর মূল্য যথাক্রমে 1,499 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 26,400 টাকা) এবং 1,299 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 22,900 টাকা)। হুয়াওয়ে ভারতে নতুন ফোন আনা বন্ধ করে দিয়েছে, তাই Huawei Nova 12 সিরিজের এদেশে আসার সম্ভাবনা কম।