ফোন থেকে বেরিয়ে আসবে লেন্স! DSLR-এর মতো ক্যমেরা নিয়ে লঞ্চ হল Huawei Pura 70 Ultra ও Pura 70 Pro+

সম্প্রতি নিশ্চিত করা হয় যে বিখ্যাত স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে (Huawei) তাদের ফ্ল্যাগশিপ P-সিরিজটিকে নাম বদলে Pura ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ করবে। সেই কথামতো এবার কোম্পানিটি হোম…

সম্প্রতি নিশ্চিত করা হয় যে বিখ্যাত স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে (Huawei) তাদের ফ্ল্যাগশিপ P-সিরিজটিকে নাম বদলে Pura ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ করবে। সেই কথামতো এবার কোম্পানিটি হোম মার্কেট চীনে Huawei Pura 70 সিরিজের ফটোগ্রাফি-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোনগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। এই লাইনআপে চারটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে এগুলি হল – Huawei Pura 70, Pura 70 Pro, Pura 70 Pro+ এবং Pura 70 Ultra। আসুন লেটেস্ট Pura সিরিজের উচ্চতর দুই মডেল, অর্থাৎ Huawei Pura 70 Pro+ এবং Pura 70 Ultra-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei Pura 70 Ultra এবং Pura 70 Pro+এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে পিউরা 70 প্রো প্লাস এবং পিউরা 70 আল্ট্রা মডেল দুটিতেই 6.8 ইঞ্চির ওলেড এলটিপিও (OLED LTPO) প্যানেল রয়েছে, যা 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 1440 হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দ্বিতীয় প্রজন্মের কুনলুন (Kunlun) গ্লাসের সুরক্ষা অফার করে৷ হুয়াওয়ের নিজস্ব কিরিন 9000এস প্রসেসরের আপগ্রেড করা কিরিন 9010 চিপসেটটি পিউরা 70 প্রো প্লাস এবং পিউরা 70 আল্ট্রা-এ ব্যবহার করা হয়েছে। চিপসেটে দুটি বড় কোর রয়েছে, যা 2.30 গিগাহার্টজে কাজ করে, ছয়টি মাঝারি কোর 2.18 গিগাহার্টজে রান করে এবং চারটি ছোট কোর 1.55 গিগাহার্টজে চলে। গ্রাফিক্সের জন্য, এতে মালেয়ুন 910 জিপিইউ যুক্ত রয়েছে, যা কিরিন 9000এস-এর সাথেও পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে পিউরা 70 আল্ট্রা-এর এক্সমেজ (XMAGE) ইমেজ সিস্টেমটি 50 মেগাপিক্সেলের ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর দ্বারা সজ্জিত। এটি একটি যান্ত্রিকভাবে ঘূর্ণায়মান টেলিস্কোপিক লেন্স স্ট্রাকচার অফার করে, যা অভ্যন্তরীণভাবে প্রসারিত এবং সংকুচিত হতে পারে। সংস্থাটি দাবি করেছে যে, এটি কমপক্ষে 3,00,000 সম্প্রসারণ এবং সংকোচন সহ্য করতে সক্ষম। এমনকি, 300 কিমি/ঘন্টা গতিতেও এটি পরিষ্কার ছবি তুলতে পারে। প্রধান ক্যামেরাটি এফ/1.6 থেকে এফ/4.0 পর্যন্ত পরিবর্তনশীল অ্যাপারচার সাপোর্ট করে এবং স্থিতিশীল শটের জন্য এতে সেন্সর-শিফ্ট অ্যান্টি-শেক প্রযুক্তি রয়েছে। এছাড়াও, ক্যামেরা সেটআপের মধ্যে একটি 40 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম 50-মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরাও।

অন্যদিকে, Huawei Pura 70 Pro+-এ এফ/1.4 থেকে এফ/4.0 পর্যন্ত ভেরিয়েবল অ্যাপারচার এবং ওআইএস সাপোর্ট সহ একই প্রাইমারি ক্যামেরা রয়েছে। এটিতে রিট্র্যাক্টেবল লেন্স সিস্টেমের অভাব রয়েছে, যা শুধুমাত্র Ultra মডেলেই মিলবে। এটিতে একটি 12.5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 48 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো ক্যামেরাও অন্তর্ভুক্ত রয়েছে। উভয় ফোনের সামনেই একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Pura Pro+ এ 5,050 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যেখানে Ultra মডেলে অপেক্ষাকৃত বড় 5,200 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উভয় ফোনই 100 ওয়াট ওয়্যার্ড এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, উভয় ফোনই 20 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও অফার করে। উভয় ফোনই হারমনি ওএস 4.2 কাস্টম স্কিনে চলে এবং ডুয়েল সিম, 5G, ওয়াই-ফাই 802.11এএক্স, ব্লুটুথ 5.2, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি আইআর (IR) ব্লাস্টার এবং স্যাটেলাইট কলিংয়ের মতো ফিচারগুলি অফার করে৷ পরিশেষে, উভয় ফোনই জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68-রেটেড চ্যাসিস সহ এসেছে।

Huawei Pura 70 Ultra এবং Pura 70 Pro+এর মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে Huawei Pura 70 Ultra দুটি বিকল্পে লঞ্চ হয়েছে। বেস 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ মডেলটির দাম 9,999 ইউয়ান (প্রায় 1,17,675 টাকা) এবং টপ-এন্ড 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ সংস্করণটি 10,999 ইউয়ান (প্রায় 1,26,940 টাকা) মূল্যে কেনা যাবে। এটিকে স্টার ব্ল্যাক, স্টারবার্স্ট হোয়াইট, মোকা ব্রাউন এবং চ্যানসন গ্রিনের মতো শেডগুলিতে বেছে নেওয়া যাবে।

অন্যদিকে, Huawei Pura 70 Pro+ ফোনটিও দুটি বিকল্পে পাওয়া যাবে। এর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 7,999 ইউয়ান (প্রায় 94,140 টাকা) এবং 8,999 ইউয়ান (প্রায় 1,03,860 টাকা)। এটি ফ্যান্টম ব্ল্যাক, লাইট উভেন সিলভার এবং স্ট্রিং হোয়াইটের মতো রঙের বিকল্পগুলিতে মিলবে। দুটি ফোনই চীনে বর্তমানে কেনার জন্য উপলব্ধ। তবে এগুলির বিশ্ববাজারে আসার সম্ভাবনা খুবই কম।