জনপ্রিয় ফোনের 5G ভার্সন আনছে Infinix, থাকবে 6,000mah ব্যাটারি ও 50MP ক্যামেরা
4G-র পর এবার 5G ভার্সনে বাজারে আসতে চলেছে Infinix Hot 30। গত মার্চে MediaTek Helio G88 4G চিপসেটের সাথে স্মার্টফোনটি...4G-র পর এবার 5G ভার্সনে বাজারে আসতে চলেছে Infinix Hot 30। গত মার্চে MediaTek Helio G88 4G চিপসেটের সাথে স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল। আর এখন সূত্রের দাবি, ডিভাইসটির নতুন সংস্করণ Infinix Hot 30 5G নামে আত্মপ্রকাশ করবে। ভারতে লঞ্চ হতে পারে চলতি মাসেই। জল্পনা বাড়িয়ে এবার Infinix Hot 30 5G-র ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Infinix Hot 30 5G-এর ডিজাইন ও বৈশিষ্ট্য
জিএসএমএরিনা-এর ইনফিনিক্স হট ৩০ ৫জি-এর কিছু রেন্ডার শেয়ার করেছে। যা ইঙ্গিত করে ফোনটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে - মিয়ামি অরেঞ্জ, অরোরা ব্লু এবং নাইট ব্ল্যাক। এর মধ্যে মিয়ামি অরেঞ্জ ভ্যারিয়েন্টে ব্যাক প্যানেলের উপর ভেগান লেদারের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর অরোরা ব্লু কালারের মডেলটিতে প্লাস্টিক বা এজি গ্লাস ব্যাক থাকবে বলে আশা করা হচ্ছে।
রেন্ডারে ইনফিনিক্স হট ৩০ ৫জি-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে যা একটি বড় আয়তক্ষেত্রাকার মডিউলের মধ্যে অবস্থান করছে। আর এই মডিউলের ভেতরে সেন্সরের পাশাপাশি ডুয়েল ফ্ল্যাশ মডিউলও রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলের একটি টেক্সটও দেখা গেছে, যা এতে ৫০ মেগাপিক্সেলের সেন্সরের উপস্থিতি নির্দেশ করে।
এছাড়া, Infinix Hot 30 5G ডিভাইসের বাম দিকে অবস্থিত একটি সিম কার্ড স্লট রয়েছে, যেখানে ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করছে। পাওয়ার বাটনে সম্ভবত একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে৷ হ্যান্ডসেটটির নীচে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেখা গেছে।
ডিজাইন ছাড়াও, রিপোর্টটি Infinix Hot 30 5G-এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলির সামান্য আভাসও দিয়েছে৷ জানা যাচ্ছে, এটি একটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও Infinix Hot 30 5G কোন প্রসেসর নিয়ে আসবে সেটা অবশ্য এখনও অজানা। ডিভাইসটি আগামী ১৪ জুলাই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে।