এক চার্জে সারাদিন নিশ্চিন্তে, দেশে ওয়াটারপ্রুফ ফোন আনছে Infinix, লঞ্চের তারিখ প্রকাশ্যে

মার্চ মাসে ইনফিনিক্স তাদের Hot-সিরিজের অধীনে একটি ৪জি-এনেবল চিপসেটের সাথে Infinix Hot 30 স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে,…

মার্চ মাসে ইনফিনিক্স তাদের Hot-সিরিজের অধীনে একটি ৪জি-এনেবল চিপসেটের সাথে Infinix Hot 30 স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে, কোম্পানি এই ডিভাইসের একটি নতুন ৫জি ভ্যারিয়েন্ট খুব শীঘ্রই উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন অবশেষে ব্র্যান্ডের তরফে Infinix Hot 30 5G-এর লঞ্চ তারিখটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি এর কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে।

Infinix Hot 30 5G চলতি মাসেই লঞ্চ হবে ভারতের বাজারে

গতকালই একটি রিপোর্টে আসন্ন ইনফিনিক্স হট ৩০ ৫জি-এর কিছু প্রোমোশনাল রেন্ডার ফাঁস করা হয়। এর পাশাপাশি এই প্রতিবেদনটি ইঙ্গিত দেয় যে ফোনটি আগামী ১৪ জুলাই ভারতীয় মার্কেটে পা রাখবে, যা অবশেষে ইনফিনিক্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে, ফাঁস হওয়া রেন্ডারগুলিও সঠিক ছিল, কারণ কোম্পানি লঞ্চের তারিখের সাথেই একটি অফিসিয়াল রেন্ডারও শেয়ার করেছে। ইনফিনিক্স হট ৩০ ৫জি অরোরা ব্লু এবং নাইট ব্ল্যাক – অন্তত এই দুটি কালার অপশনে এদেশে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

তবে, রেন্ডারে ফাঁস হওয়া ইনফিনিক্স হট ৩০ ৫জি-এর ফেক লেদার ফিনিশের ব্যাক যুক্ত মিয়ামি অরেঞ্জ মডেলটি ভারতের বাজারে আসবে, কিনা তা এখনও স্পষ্ট নয়। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, নতুন হট ৩০ ৫জি-তে একটি বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অর্থাৎ, ইউজাররা সহজেই পুরো দিনের জন্য ডিভাইসটি ব্যবহার করতে সক্ষম হবেন।

এছাড়াও, Infinix Hot 30 5G-এর ডিসপ্লেটি ৫৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে এবং ফোনটি সুরক্ষার জন্য আইপি৫৩ (IP53) রেটিংয়ের সাথে আসবে বলে জানা গেছে। ভারতে ডিভাইসটি দাম ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে হবে বলেই আশা করা হচ্ছে। তবে সাশ্রয়ী মুল্যেও ফোনটি প্রিমিয়াম ডিজাইন অফার করবে। এর আগে একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, Hot 30 5G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্য আগামী ১৪ জুলাই লঞ্চের সময় ঘোষণা করা হবে।