50MP ফ্রন্ট ক্যামেরার 5G ফোনে ছাড়! এই ভ্যালেন্টাইনে মনের মানুষের সাথে চুটিয়ে সেলফি তুলুন

স্মার্টফোনের সাথে সেলফি বা ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে নিজের ছবি তোলার বিষয়টিও আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। একাকী...
Anwesha Nandi 11 Feb 2024 3:35 PM IST

স্মার্টফোনের সাথে সেলফি বা ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে নিজের ছবি তোলার বিষয়টিও আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। একাকী অবস্থা হোক বা একসাথে অনেকজন থাকুন, অন্যের সাহায্য ছাড়াই কোনো মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য বিভিন্ন বয়সের মানুষই এখন যেন-তেন নিজস্বী তুলতে পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনিও এই সময়ে দাঁড়িয়ে সেরা সেরা সেলফি তুলতে চান এবং এই জন্যে আপনার একটি ভালোমানের ফ্রন্ট ক্যামেরাওয়ালা একটি স্মার্টফোন কেনার ইচ্ছে হয়, তাহলে Vivo V29 5G বা Infinix Zero 30 5G মডেলদুটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কেননা, এই দুটি ফোনেই 50MP সেলফি ক্যামেরার সাথে গাদাগুচ্ছের কাজের ফিচার রয়েছে। আর এই দুটি ফোনই এখন Flipkart-এর 'Mobile Bonanza Sale'-এ আশ্চর্যজনক অফারে পাওয়া যাচ্ছে – আপনি চাইলে এগুলি ইএমআইয়েও কিনতে পারবেন। তো আসুন, এক নজরে দেখে নিই Vivo V29 5G ও Infinix Zero 30 5G-তে Flipkart কী অফার দিচ্ছে আর এগুলিতে কী কী ফিচার পাওয়া যাবে।

Flipkart-এর অসময়ের সেলে এই দুটি ধামাকা ফোন পাবেন ছাড়ে

১. Infinix Zero 30 5G: ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট এই ফোনের এমআরপি (MRP) ২৭,৯৯৯ টাকা, কিন্তু ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে এটি ২১,৯৯৯ টাকায় মিলছে। সাথে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) কার্ডে ২,০০০ টাকার অতিরিক্ত ছাড় এবং ২০,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুবিধা।

ফিচার বলতে, এতে ৫০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়া ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ৩ডি (3D) কার্ভড ১০ বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচারবিশিষ্ট ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচারও দেখা যাবে।

২. Vivo V29 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেননা, তবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ২,৫০০ টাকা ছাড় থেকে শুরু করে পুরোনো ফোন বদলে নিলে ৩০,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেবে ফ্লিপকার্ট।

এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে এতে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি ফিচারও পাবেন।

Show Full Article
Next Story