iPhone 17 Pro Max এর হাত ধরে আইফোনে বিপ্লব আনছে Apple, প্রথমবার থাকবে এই সুবিধা

Apple সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে চলেছে iPhone 16 সিরিজ। তবে এই সিরিজ লঞ্চের আগেই ফাঁস হল iPhone 17 সিরিজের...
techgup 2 Sept 2024 3:23 PM IST

Apple সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে চলেছে iPhone 16 সিরিজ। তবে এই সিরিজ লঞ্চের আগেই ফাঁস হল iPhone 17 সিরিজের গুরুত্বপূর্ণ ফিচার। TF ইন্টারন্যাশনাল সিকিউরিটির অ্যানালিস্ট মিং চু কুও দাবি করেছেন যে, iPhone 17 লাইনআপে ভিসি কুলিং সিস্টেম থাকবে। মূলত তাপ নিয়ন্ত্রণের জন্য iPhone 17 Pro Max মডেলে এই সুবিধা পাওয়া যাবে।

iPhone 17 Pro Max মডেলে থাকবে ভিসি কুলিং সিস্টেম

বলার অপেক্ষা রাখে না যে, ভিসি কুলিং সিস্টেমের সাথে আইফোন 17 প্রো ম্যাক্স এর পারফরম্যান্স আরও উন্নত হবে। কারণ গ্রাফাইট শিট ও‌ ভিসি কুলিং, উভয় প্রযুক্তি ফোনের সমগ্র অংশে তাপ ছড়িয়ে দিয়ে দ্রুত ডিভাইসকে ঠান্ডা করলেও, ভিসি কুলিং আরও আধুনিক ও উন্নত সিস্টেম। তাই আগের আইফোনে থাকা গ্রাফাইট শিটের তুলনায় আইফোন 17 প্রো ম্যাক্স আরও দ্রুত ঠান্ডা হবে।

আরও পড়ুন : Realme Narzo 70 Turbo 5G লঞ্চ হবে 9 সেপ্টেম্বর, ডিজাইন ও ফিচার্স তাক লাগাবে

অনুমান করা হচ্ছে, iPhone 17 Pro Max মডেলে 12 জিবি র‌্যাম এবং এই সিরিজের অন্য সব মডেলে 8 জিবি র‌্যাম থাকবে। আবার এই সিরিজে পাওয়া যাবে একাধিক নতুন এআই ফিচার।

আরও পড়ুন : itel Alpha Pro Smartwatch আই ওপাল অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, দাম 2 হাজার টাকার কম

iPhone 17 সিরিজের অধীনে মোট চারটি iPhone মডেল লঞ্চ হবে – iPhone 17, iPhone 17 Slim, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। অর্থাৎ iPhone 17 Plus এর পরিবর্তে আসতে পারে iPhone 17 Slim।

আরও পড়ুন : ব্যাংক ও এক্সচেঞ্জ অফার ছাড়াই 19 হাজার টাকা ডিসকাউন্ট, iPhone 15 Plus আজই কিনুন

রিপোর্ট অনুসারে, iPhone 17 Slim মডেলে 6.55 ইঞ্চি থেকে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে থাকতে পারে, যা আইফোন 15 প্লাসের 6.7 ইঞ্চি স্ক্রিনের চেয়ে ছোট। আর আগামী বছরের লাইনআপের ডিজাইনে কোনও বড় পরিবর্তন দেখা যাবে না।

Show Full Article
Next Story