অর্ধেক দামে সবচেয়ে সস্তা 5G iPhone, এখান থেকে কিনলে বাঁচবে 26500 টাকা

দেশের অনেক শহরে 5G নেটওয়ার্ক লাইভ হয়ে গেছে। এই সময় আপনি যদি 5G কানেক্টিভিটি যুক্ত নতুন iPhone খোঁজ করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য।…

দেশের অনেক শহরে 5G নেটওয়ার্ক লাইভ হয়ে গেছে। এই সময় আপনি যদি 5G কানেক্টিভিটি যুক্ত নতুন iPhone খোঁজ করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য। এই প্রতিবেদনে আমরা একটি সস্তা আইফোনের বিষয়ে বলবো। ই-কমার্স সাইট অ্যামাজনে এই 5G আইফোন মডেলটি ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। আলোচ্য এই ফোনের নাম 3rd জেনারেশন iPhone SE এখন এটি এমআরপির থেকে অর্ধেক দামে কিনতে পারবেন।

iPhone SE (3rd Generation)-এর বেস মডেল কিনুন লোভনীয় ছাড়ে

অ্যামাজনে আইফোন এসই (তৃতীয় প্রজন্ম) অফার সহ তালিকাভুক্ত আছে। ফোনটির ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ৪৯,৯০০ টাকায় এখন উপলব্ধ। তবে আপনি এটি অর্ধেক দামেও কেনার সুযোগ পাবেন, কারণ অ্যামাজন এর উপর ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এছাড়া ব্যাংক অফারে ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আপনি যদি উভয় অফারের সম্পূর্ণ লাভ ওঠাতে পারেন, তবে মাত্র ২৩,৪০০ টাকায় (₹ ৪৯৯০০- ₹ ২৫০০০ – ₹ ১৫০০) ৫০ হাজারের এই ফোনটি নিজের করতে পারবেন।

iPhone SE 3rd জেনারেশনের বিশেষত্ব

এটি অ্যাপলের সবচেয়ে কম দামী আইফোন, যা ৫জি সাপোর্ট সহ আসে। এতে রয়েছে ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি ডিসপ্লে, যা ১৩৩৪×৭৫০ পিক্সেল রেজোলিউশন এবং ৬২৫ নিট ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির দাবি, ফোনটি ফুল চার্জে ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে।