কোনটা ছেড়ে কোনটা কিনবেন? iQOO Neo 10 ও Vivo S20 সিরিজের চারটি ফোন নভেম্বরেই লঞ্চ হচ্ছে

iQOO Neo 10 & Vivo S20 Series - আজ আবার টিপস্টার দাবি করেছেন যে, নভেম্বরের শেষে iQOO Neo 10 সিরিজ ও Vivo S20 লাইনআপের উপর থেকে পর্দা সরানো হবে।

Ankita Mondal 11 Nov 2024 11:07 AM IST

কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর লঞ্চের পরপরই অক্টোবর মাসের শেষ তিন দিনে আইকো, ওয়ানপ্লাস, অনার ও শাওমি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। নভেম্বরেও আমরা হয়তো কিছুটা একই চিত্র দেখতে পারি। আসলে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন কিছুদিন আগে দাবি করেছিলেন যে, আগামী ২৫ নভেম্বর Oppo Reno 13 সিরিজ লঞ্চ হতে পারে। এর পরেই বাজারে পা রাখবে Redmi K80 সিরিজ। আজ আবার টিপস্টার দাবি করেছেন যে, নভেম্বরের শেষে iQOO Neo 10 সিরিজ ও Vivo S20 লাইনআপের উপর থেকে পর্দা সরানো হবে।

আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে পোস্ট করে জানান যে, আইকো নিও ১০ ও ভিভো এস২০ সিরিজ নভেম্বর মাসের শেষ সপ্তাহে লঞ্চ হতে পারে। এরমধ্যে আইকো নিও ১০ সিরিজের অধীনে আইকো নিও ১০ ও আইকো নিও ১০ প্রো আসতে পারে। আর এই দুই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। প্রসঙ্গত, এই সিরিজে আরেকটি মডেল অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখনও এর নাম জানা যায়নি।

অন্যদিকে, ভিভো এস২০ সিরিজেও বেস ও প্রো মডেল থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। এর মধ্যে ভিভো এস২০ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হতে পারে। যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর সহ আসতে পারে ভিভো এস২০ প্রো। এছাড়া টিপস্টার বলেছেন যে, এই সিরিজে ভিভো এস২০ই নামেও একটি মডেল থাকতে পারে। যদিও এতে কোন প্রসেসর থাকবে তা এখনও জানা যায়নি।

এই দুই ব্র্যান্ড বাদেও অনার এই সময় ৩০০ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। আর অনার ৩০০ সিরিজের অধীনে তিন থেকে চারটি মডেল বাজারে আসতে পারে। এছাড়া ওয়ানপ্লাস এস৫ সিরিজের ফোনের উপর থেকেও পর্দা সরানো হবে। এক্ষেত্রে ওয়ানপ্লাস এস৫ ও ওয়ানপ্লাস ৫ প্রো মডেল দুটি আত্মপ্রকাশ করতে পারে। এই দুই ডিভাইসে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং ভার্সন ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে পারে।

Show Full Article
Next Story