পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না, iQOO Neo 7S Racing Edition দমদার ফিচারের সাথে আসছে
জনপ্রিয় টেক ব্র্যান্ড আইকো সম্প্রতি চীনে তাদের iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির পাশাপাশি মিড-রেঞ্জের iQOO Neo...জনপ্রিয় টেক ব্র্যান্ড আইকো সম্প্রতি চীনে তাদের iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির পাশাপাশি মিড-রেঞ্জের iQOO Neo 7 SE স্মার্টফোনটিও লঞ্চ করেছে। এই ডিভাইসটিতে রয়েছে নতুন Dimensity 8200 প্রসেসর, যা MediaTek-এর নতুন হাই-মিড-রেঞ্জ চিপসেট। এই হ্যান্ডসেটটি Neo 7 লাইনআপে স্ট্যান্ডার্ড iQOO Neo 7-এর নীচে অবস্থান করছে। আপাতত Neo 7 সিরিজের অধীনে দুটি ফোন এসেছে। তবে আইকো নতুন iQOO Neo 7S Racing Edition-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। এর পাশাপাশি এক সুপরিচিত টিপস্টার এই পারফরম্যান্স ভিত্তিক আইকো হ্যান্ডসেটটির মূল বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছেন। চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
iQOO Neo 7S Racing Edition-টি শীঘ্রই বাজারে আসছে
আইকো নিও ৭এস রেসিং এডিশন হবে নিও ৭ লাইনআপের তৃতীয় স্মার্টফোন। সংস্থাটি এখনও লঞ্চের বিবরণ নিশ্চিত করেনি। তবে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-এর একটি পোস্টে দাবি করেছেন যে, এই ফোনটি প্রিমিয়াম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপের সর্বোচ্চ ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ। নিও ৭এস রেসিং এডিশনটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে বলে শোনা যাচ্ছে। তবে আশা করা হচ্ছে, এই আইকো ফোনটি ৮ জিবি/১২ জিবি র্যাম অপশনেও লঞ্চ হবে।
পারফরম্যান্স ইউনিটের বিবরণ ছাড়াও, টিপস্টার ডিসপ্লের আকার এবং আরও কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন। ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছে যে, ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে। স্ক্রিনের আকারটি Neo 7 SE এবং ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজের মতোই। এই অ্যামোলেড স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটও সাপোর্ট করবে, যা একটি প্রিমিয়াম আইকো স্মার্টফোন থেকে প্রত্যাশিত।
এছাড়াও, টিপস্টার প্রকাশ করেছেন যে ফোনটি ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এর ব্যাটারির ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে আশা করা যায়, এতে ৪,৭০০ এমএএইচ থেকে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। হ্যান্ডসেটটির অন্যান্য বিবরণগুলি আপাতত অজানাই রয়েছে। আইকো এই Racing Edition স্মার্টফোনটির লঞ্চের বিষয়ে কোনও বিস্তারিত তথ্যও নিশ্চিত করেনি। উল্লেখ্য, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ iQOO Neo 7 মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত, যেখানে Neo 7 SE-এ ডাইমেনসিটি ৮২০০ চিপসেটটি রয়েছে।