ল্যাপটপ-কম্পিউটারও ফেল! প্রথম ফোন হিসাবে iQOO-র এই মডেলে পর্বতসমান মেমরি

আইকো (iQOO) গত মাসে চীনে Neo 8 সিরিজের অধীনে Neo 8 এবং Neo 8 Pro 5G মডেলের দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। প্রো ভ্যারিয়েন্ট দু’টি…

আইকো (iQOO) গত মাসে চীনে Neo 8 সিরিজের অধীনে Neo 8 এবং Neo 8 Pro 5G মডেলের দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। প্রো ভ্যারিয়েন্ট দু’টি স্টোরেজ অপশনে এলেও, এখন আরেকটি মেমরি বিকল্প যুক্ত করা হয়েছে তাতে। ফোনটি এবার থেকে ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এছাড়া আগের মতোই iQOO Neo 8 Pro চীনে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে মিলবে। উল্লেখ্য, এটি আইকোর প্রথম স্মার্টফোন যা ১ টিবি স্টোরেজে উপলব্ধ হবে। এর আগে, কোম্পানি চীনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছিল। আসুন iQOO Neo 8 Pro-এর মূল্য, স্টোরেজ, স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

iQOO Neo 8 Pro: নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট

আইকো নিও ৮ প্রো এখন ১ টিবি স্টোরেজ সহ নতুন ১৬ জিবি বিকল্পের সাথে চীনের মার্কেটে উপলব্ধ। যা কোম্পানির সর্বোচ্চ স্টোরেজ কনফিগারেশন। দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৮০০ টাকা)। ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম যথাক্রমে ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা) এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৩০০ টাকা)।

কোম্পানি চীনে নিও ৮ প্রো তিনটি কালার অপশনে লঞ্চ করেছে – গ্রীন, ব্ল্যাক এবং রেড। যারা আইকো নিও ৮ প্রো-এর টপ-এন্ড স্টোরেজ কিনবেন, তারা আইকোর নতুন টিডাব্লিউএস প্রো (TWS Pro) ইয়ারবাডটি বিনামূল্যে পাবেন। শোনা যাচ্ছে, আইকো আগামী দিনে ভারত এবং অন্যান্য বাজারে তাদের নিও সিরিজের টপ-এন্ড স্মার্টফোনটি লঞ্চ করতে পারে।

iQOO Neo 8 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO Neo 8 Pro-এ ২,৮০০ x ১,২৬০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি সমতল এবং এর ওপরের কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এটি এইচডিআর সাপোর্ট, ৯২.৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। iQOO Neo 8 Pro চীনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩.০ (Origin OS 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 8 Pro-এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৬৬ভি প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটিতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করে।