Sony-র বিখ্যাত ক্যামেরা iQOO Neo 8 Pro স্মার্টফোনে, রাতেও উঠবে দিনের মতো ছবি
আইকো আগামী ২৩ মে চীনে তাদের iQOO Neo 8 সিরিজ লঞ্চের জন্য প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের দিন যত এগিয়ে...আইকো আগামী ২৩ মে চীনে তাদের iQOO Neo 8 সিরিজ লঞ্চের জন্য প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের দিন যত এগিয়ে আসছে ততই কোম্পানি হাইপ বাড়াতে ধীরে ধীরে আসন্ন iQOO Neo 8 Pro মডেলের মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করছে। আর এখন এমনই একটি প্রোমোশনাল পোস্টারে আইকো নিশ্চিত করেছে যে Neo 8 সিরিজের 'Pro' মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। আসুন এই ক্যামেরাটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
iQOO Neo 8 Pro আসবে উন্নততর ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে
আইকো সোশ্যাল মিডিয়ায় আসন্ন আইকো নিও ৮ প্রো-এর একটি টিজার শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে যে, এই ফোনটির ক্যামেরা মডিউলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। এটি বিখ্যাত সনি আইএমএক্স৮৬৬ভিসিএস (Sony IMX866VCS) সেন্সর ব্যবহার করা হবে, যা ভিভো এক্স৯০ সিরিজেও উপলব্ধ। সেন্সরটি লো লাইটে তার ব্যতিক্রমী ফটোগ্রাফি ক্ষমতা প্রদানের জন্য সুপরিচিত।
তবে কোম্পানি দ্বারা শেয়ার করা টিজারে প্রধান ক্যামেরার বিবরণ প্রকাশ করা হলেও, আইকো এখনও নিও ৮ প্রো-এর সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, স্ট্যান্ডার্ড আইকো নিও ৮-এও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অবস্থান করতে পারে, কিন্তু সম্ভবত একটি ভিন্ন সেন্সরের সাথে।
আইকো নিও ৮ প্রো ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে বলে অনুমান। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর বেস ভ্যারিয়েন্ট, আইকো নিও ৮-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহৃত হবে বলে জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, iQOO Neo 8 Pro বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। এতে উন্নত নিরাপত্তার জন্য একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে আত্মপ্রকাশ করবে, যার ওপর আইকোর নিজস্ব অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) ইউজার ইন্টারফেসের স্তর থাকবে। স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় ভ্যারিয়েন্টেই ওয়াই-ফাই ৭ সাপোর্ট করবে এবং এগুলিতে ভিভোর সেল্ফ-ডেভেলপ করা ভিভো ভি১প্লাস ইমেজিং চিপও ব্যবহার করা হবে।
উল্লেখ্য, উচ্চ-রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সাথে iQOO Neo 8 Pro ব্যবহারকারীদের একটি সেরা ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স এবং সামগ্রিকভাবে একগুচ্ছ চিত্তকর্ষক স্পেসিফিকেশনের সমাহার অফার করার জন্য প্রস্তুত। আগামী ২৩ মে Neo 8-এর সাথে Pro মডেলটি বাজারে পা রাখবে।