iQOO Z8 এবং Z8x বাজার কাঁপাতে লঞ্চ হল, 120W ফাস্ট চার্জিং প্রযুক্তির সবচেয়ে সস্তা ফোন

গতকাল আইকো ভারতীয় বাজারে তাদের বহু প্রতীক্ষিত iQOO Z7 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এখন ভিভো (Vivo)-এর...
Ananya Sarkar 1 Sept 2023 9:30 AM IST

গতকাল আইকো ভারতীয় বাজারে তাদের বহু প্রতীক্ষিত iQOO Z7 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এখন ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি চীনে Z8 সিরিজটি লঞ্চ করেছে। সদ্য উন্মোচিত লাইনআপে স্ট্যান্ডার্ড iQOO Z8 এবং Z8x মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। দুটি ফোনই চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা Z7 এবং Z7x-এর উত্তরসূরি হিসেবে এসেছে। উল্লেখযোগ্যভাবে, Z8 সিরিজের উভয় মডেলেই অভিন্ন ডিজাইন রয়েছে, তবে বৈশিষ্ট্য আলাদা। iQOO Z8 এবং Z8x মিড-রেঞ্জের ডিভাইস, তবে রেগুলার Z8 দুটির মধ্যে বেশি প্রিমিয়াম মডেল। এতে ফুলএইচডি+ ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 8200 প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে, iQOO Z8x Snapdragon 6 Gen 1 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই দুই নবাগত হ্যান্ডসেটের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Z8, Z8x-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইকো জেড৮ এবং জেড৮এক্স-এ স্লিম প্রোফাইল সহ একটি কমপ্যাক্ট ডিজাইন রয়েছে। ফোনগুলির পিছনের প্যানেলটি কার্ভড এবং পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। রিয়ার শেলে গ্লসি ব্ল্যাক কালারের একটি বর্গাকার ক্যামেরা মডিউলও রয়েছে, যা ফোনটিকে ডুয়াল-টোনড লুক দেয়। আইকো জেড৮ সিরিজে রয়েছে ৬.৬৪ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

ফটোগ্রাফির জন্য, আইকো জেড৮ এবং জেড৮এক্স উভয় ফোনেই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটির সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স উপস্থিত রয়েছে। আর জেড৮এক্স-এ ৫০ মেগাপিক্সেলের প্রধান লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, আইকো জেড৮ এবং জেড৮এক্স-এ যথাক্রমে ১৬ মেগাপিক্সেলের এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, iQOO Z8 ফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত, আর Z8x-এ Snapdragon 6 Gen 1 চিপসেটটি রয়েছে। দুটি ফোনেই সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসগুলিতে হিট ডিসিপেশনের জন্য ভিসি কুলিং চেম্বারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z8-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Z8x-এ ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। iQOO Z8 সিরিজ অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে অরিজিন ওএস ৩ (OriginOS 3) ইউজার ইন্টারফেসে চলে৷ ডিভাইসগুলির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৫জি সংযোগ, ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি-সি পোর্ট৷

iQOO Z8, Z8x-এর মূল্য এবং লভ্যতা

iQOO Z8 এবং Z8x মুন পোর্সেলিন হোয়াইট, হোশিনো গ্রিন এবং ইয়াওয়ে ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে। রেগুলার মডেলটির বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৬১৫ টাকা)। ফোনটির উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৫০০ টাকা) এবং ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা)।

অন্যদিকে, iQOO Z8x-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৮০০ টাকা), ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৯৫০ টাকা), এবং ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,১০০ টাকা)। দুটি ফোনই চীনে বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ৭ সেপ্টেম্বর থেকে এগুলির বিক্রি শুরু হবে। তবে, সিরিজটি ভারতের বাজারে কবে আসবে, সেসম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি আইকো।

Show Full Article
Next Story