iQOO Z9 Pro: আইকোর নতুন ফোন দরজার কড়া নাড়ছে, অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকবে শক্তিশালী প্রসেসর

আইকিউ জেড৯ প্রো হোয়াইট ও অরেঞ্জ কালারে পাওয়া যাবে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। আবার এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে এবং ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।

PUJA 21 July 2024 6:37 PM IST

আইকিউ সম্প্রতি তদের দুটি নতুন স্মার্টফোন আইকিউ জেড৯ লাইট ও আইকিউ জেড৯ লঞ্চ করেছে। তবে এখানে থেমে না থেকে নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এই আপকামিং ফোনের নাম আইকিউ জেড৯ প্রো। ফোনটি লঞ্চের তারিখ যদিও ঘোষণা করা হয়নি, তবে এটি বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস থেকে ছাড়পত্র পেয়েছে। এখান থেকে জানা গেছে, আইকিউ জেড৯ প্রো ফোনটির মডেল নম্বর আই২৩০৫। ফোনটির ফিচার ভিভো টি৩ প্রো এর মতো হতে পারে। এই ডিভাইসের মডেল নম্বর ভি২৪০৪।

রিপোর্ট অনুযায়ী, আইকিউ জেড৯ প্রো হোয়াইট ও অরেঞ্জ কালারে পাওয়া যাবে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। আবার এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে এবং ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ডিভাইসটি আইকিউ জেড৭ প্রো এর উত্তরসূরি আসবে। আসুন নয়া মডেলের বিশেষত্ব আন্দাজ করতে এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

আইকিউ জেড৭ প্রো এর ফিচার ও স্পেসিফিকেশন

আইকিউ এর এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি থ্রিডি কার্ভড ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর।

আইকিউ এর এই স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স সহ ৬৪ মেগাপিক্সেলের প্রধান লেন্স। এই প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট করবে। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আইকিউ জেড৭ প্রো ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story