মাত্র 6099 টাকায় ভারতে লঞ্চ হল itel A05s স্মার্টফোন, ফুল চার্জে পাবেন ৩২ দিনের স্ট্যান্ডবাই টাইম

জনপ্রিয় ব্র্যান্ড itel সম্প্রতি একটি নতুন লোগো লঞ্চ করেছে, যা তারুণ্যের শক্তি এবং স্মার্ট লাইফকে প্রতিফলিত করে। আজ (১২ই ডিসেম্বর) এই নতুন লোগোর সাথেই সংস্থাটি…

জনপ্রিয় ব্র্যান্ড itel সম্প্রতি একটি নতুন লোগো লঞ্চ করেছে, যা তারুণ্যের শক্তি এবং স্মার্ট লাইফকে প্রতিফলিত করে। আজ (১২ই ডিসেম্বর) এই নতুন লোগোর সাথেই সংস্থাটি ভারতে তাদের প্রথম স্মার্টফোন itel A05s লঞ্চ করল। নবাগত এই হ্যান্ডসেটের দাম ৬,১০০ টাকারও কম রাখা হয়েছে। আবার ফিচার হিসাবে এতে – ৬০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে প্যানেল, একক রিয়ার ক্যামেরা ইউনিট, ইউনিসক প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি বর্তমান। এছাড়া ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং একাধিক আকর্ষণীয় কালার অপশনে সহ এসেছে। চলুন এই নয়া এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে itel A05s স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা

ভারতের বাজারে আইটেল এ০৫এস স্মার্টফোন ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার দাম রাখা হয়েছে ৬,০৯৯ টাকা। এটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হচ্ছে। ডিভাইসটি মোট চারটি কালার বিকল্পের সাথে এসেছে, যথা – নেবুলা ব্ল্যাক, মেডো গ্রিন, ক্রিস্টাল ব্লু এবং গ্লোরিয়াস অরেঞ্জ।

itel A05s এর স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল এ০৫এস স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন টিয়ার-ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বিদ্যমান রয়েছে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, itel A05s স্মার্টফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর ইউনিসক এসসি ৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন দ্বারা চালিত, যা হল বিশেষভাবে বাজেট-রেঞ্জ হ্যান্ডসেটের জন্য নির্মিত একটি হালকা ওএস সংস্করণ। এই ফোন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি সম্প্রসারণ করা সম্ভব।

কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল রয়েছে – 4G VoLTE, ডুয়াল সিম কার্ড স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক৷ নবাগত itel A05s ফোনে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি একক চার্জে ৭.৫ ঘন্টা টকটাইম এবং ৩২ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকছে।