itel P40: ভারতে লঞ্চ হল সবচেয়ে সস্তা 6000mAh ব্যাটারি ও তিন ক্যামেরার ফোন, দাম 8000 টাকার কম

এবার ভারতের বাজারে নিজের Power সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করল itel। itel P40 নামে আসা এই ফোনটিতে...
Anwesha Nandi 16 March 2023 7:25 PM IST

এবার ভারতের বাজারে নিজের Power সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করল itel। itel P40 নামে আসা এই ফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে; সাথে আছে স্টাইলিশ বডি, মেমরি ফিউশন প্রযুক্তির মত ফিচার। এটি কিনতে ৮,০০০ টাকার কম খরচ হবে। কোম্পানি জানিয়েছে যে, ফোনটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আসুন, এখন এই itel P40 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

itel P40 স্মার্টফোনের দাম, লভ্যতা

নতুন আইটেল পি৪০ স্মার্টফোনটি ৭,৬৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। এক্ষেত্রে ক্রেতারা ব্ল্যাক, ড্রিমি ব্লু এবং লাক্সারি গোল্ড তিনটি কালার ভ্যারিয়েন্ট বিকল্প হিসেবে পাবেন।

itel P40 স্মার্টফোনের স্পেসিফিকেশন

আইটেল পি৪০ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি এসসি৯৮৬৩এ (SC9863A) প্রসেসরের সাহায্যে চলবে, যেখানে এতে ৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন থাকবে। তবে স্মার্টফোনটিতে মেমরি ফিউশন প্রযুক্তি থাকায়, এর র‌্যাম ৭ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন ইউজাররা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি বহন করবে যার সাথে মিলবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একইভাবে সফ্টওয়্যার হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ গো ওএস দেখা যাবে।

এদিকে ফটোগ্রাফির জন্য এই আল্ট্রা স্লিম বডি বিশিষ্ট আইটেল পি৪০ ফোনটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। সিকিউরিটির জন্য এতে মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

প্রসঙ্গত উল্লেখ্য, এই স্মার্টফোনের সাথে কোম্পানি ১২ মাস অর্থাৎ ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়া এর ক্রেতারা ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টিও (বৈধতা ১০০ দিন) পাবেন।

Show Full Article
Next Story