সারাদিন ঘাঁটলেও চার্জ শেষ হবেনা! Amazon থেকে 7 হাজার টাকায় কিনে নিন 7000mAh ব্যাটারির ফোন

বর্তমান সময়ে অনেকের কাছেই স্মার্টফোন, অক্সিজেন সমতুল্য হয়ে পড়েছে! এক মুহূর্তও তারা এই খুদে ইলেকট্রনিক্স যন্ত্রটিকে ছেড়ে...
Anwesha Nandi 19 Feb 2024 4:06 PM IST

বর্তমান সময়ে অনেকের কাছেই স্মার্টফোন, অক্সিজেন সমতুল্য হয়ে পড়েছে! এক মুহূর্তও তারা এই খুদে ইলেকট্রনিক্স যন্ত্রটিকে ছেড়ে থাকতে পারছেননা, কাজের পাশাপাশি অকাজে মানে অবসর-বিনোদন পেতেও এটিই সঙ্গী হয়ে থাকছে। কিন্তু একদিকে ব্যস্ত জীবন, অন্যদিকে এই বিপুল ব্যবহার – দুইয়ের মাঝে ফোন বারবার চার্জে দিতে কারোরই ভালো লাগেনা। আর সেই কারণে কার্যত সবাই চাইছেন বেশি ব্যাটারি ব্যাকআপযুক্ত ফোন। সেক্ষেত্রে আপনিও যদি এখন এমনই ফোন কিনতে চান, তাহলে ১০ হাজার টাকার কম খরচেই কিন্তু সেরে ফেলতে পারেন! আসলে এখন Amazon India-তে মাত্র ৭,০০০ টাকা (বা তারও কম খরচে) itel P40+ ফোনটি কিনতে পারবেন, যাতে আছে 7000mAh ব্যাটারি। হ্যাঁ ঠিকই পড়েছেন! 5000mAh বা 6000mAh নয়, বরঞ্চ আপনার হাতে আসবে দৈত্যাকার ব্যাটারির ফোন, তাও কম খরচেই। চলুন, এখন itel P40+ ফোনের দাম ও ফিচার এক নজরে দেখে নেওয়া যাক…

যত কান্ড সাতেই! itel P40+ ফোনের দাম দেখে নিন

আইটেল পি৪০+ ফোনের ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ছিল ৯,৯৯৯ টাকা, তবে অ্যামাজনের অফারে এখন এটি মাত্র ৭,২৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে দামে আরও খানিকটা ছাড় পাওয়া যাবে, সাথে মিলবে ৩৫৪ টাকার ইএমআই স্কিমের সুবিধাও।

এছাড়া এক্সচেঞ্জ অফারে, আপনি পুরোনো ফোন বদলে নিলে ৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পেতে পারেন। তবে মনে রাখবেন যে, পুরোনো ফোনের এক্সচেঞ্জ বোনাস নির্ভর করবে সেটির বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড/মডেল এবং কোম্পানির পলিসির উপর।

itel P40+ ফোনের স্পেসিফিকেশন

আইটেল পি৪০+ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮২ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, যার সাথে ৪ জিবি ইনবিল্ট র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এছাড়া র‍্যাম প্লাস ফিচার এবং মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট থাকবে, ফলত স্টোরেজ আরও খানিকটা বাড়িয়ে নেওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাওয়া যাবে ১৮ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৭,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

Show Full Article
Next Story